কৃষি খাতে ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় গবেষণায় গুরুত্বারোপের আহ্বান

ছবি: সংগৃহীত

বাংলাদেশের কৃষি খাতের চ্যালেঞ্জ মোকাবিলায় গবেষণার গতি বাড়ানোর পাশাপাশি বাস্তবসম্মত ও কার্যকর সমাধানের ওপর জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান।

আজ সোমবার বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিএআরআই) সেমিনার কক্ষে 'স্ট্রাকচারিং রিসার্চ ফর ইমপ্যাক্ট: এ প্রোগ্রাম-বেজড অ্যাপ্রোচ' শীর্ষক কর্মশালায় তিনি এ আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে এমদাদ আরও বলেন, কৃষি খাতকে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম করে তুলতে সরকার গবেষণা ও প্রযুক্তিগত উদ্ভাবনে পূর্ণ সহায়তা দিচ্ছে। বিএআরআই-এর বিজ্ঞানীদের উচিত একটি উন্নত ভবিষ্যতের জন্য সময়োপযোগী এবং চাহিদাভিত্তিক গবেষণা শুরু করা।

এছাড়া, দেশের স্থানীয় জাতগুলো যাতে হারিয়ে না যায়, সে জন্য দেশীয় জাতের ফসলের স্বাদ ও গুণাগুণ বজায় রেখে জাতগুলোর ফলন বৃদ্ধির লক্ষ্যে গবেষণা করতে হবে, বলেন তিনি।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএআরআই মহাপরিচালক ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ। তিনি জলবায়ু পরিবর্তনের সম্ভাব্য প্রভাব, প্রযুক্তিগত উদ্ভাবনের প্রয়োজনীয়তা এবং বিভিন্ন অভিযোজন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

আলোচনায় জলবায়ুসহনশীল ফসলের জাত উদ্ভাবন, কৃষি প্রযুক্তির কার্যকর স্থানান্তর, গবেষণা ও সম্প্রসারণ সেবার মধ্যে উন্নত সমন্বয় এবং কৃষক ও ভোক্তার মধ্যে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে বিএআরআই-এর বিভিন্ন বিভাগ, কেন্দ্র ও শাখার প্রধান এবং ঊর্ধ্বতন বিজ্ঞানীরা উপস্থিত ছিলেন।

Comments