জয়পুরহাটে ১৩ কর্মদিবসে মাদক মামলার রায়, একজনের মৃত্যুদণ্ড

প্রতীকী ছবি

জয়পুরহাটে হেরোইন মামলায় ১৬ দিনের মধ্যে ১৩ কার্যদিবসে নাজমুল হোসান নামে এক যুবকের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ বিচারক মো. গোলাম সরোয়ার এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত নাজমুল হোসেন নওগাঁর বদলগাছী উপজেলার চাঁপাডাল গ্রামের ইউসুফ আলী মণ্ডলের ছেলে।

মামলার বরাতে জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মণ্ডল বলেন, '২০২১ সালের ১৯ জানুয়ারি আক্কেলপুর উপজেলার রুকিন্দীপুর ইউনিয়ন পরিষদ এলাকায় মাদক বিক্রির গোপন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালায় র‌্যাব। এসময় প্রায় ৫৫ গ্রাম হেরোইনসহ তাকে গ্রেপ্তার করা হয়, যার মুল্য প্রায় সাড়ে ৫ লাখ টাকা। এ ঘটনার দিনই আক্কেলপুর থানায় মামলা হলে তাকে কারাগারে পাঠানো হয়। এ ঘটনার ৩ মাসের মধ্যে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। তবে এর মধ্যে আদালতে মিথ্যা তথ্য দিয়ে জামিন নিয়ে মুক্ত হয়ে পালিয়ে ছিলেন নাজমুল। এরপর চলতি বছরের গত ২৪ জুলাই জামালগঞ্জ বাজার থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরদিন নাজমুলকে আদালতে পাঠানো হয়। এরপর ১৬ দিনের মধ্যেই তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আজ এ রায় দেন।'

রায় ঘোষণার সময় আসামি নাজমুল আদালতে উপস্থিত ছিলেন বলেও জানান তিনি।

Comments

The Daily Star  | English

US halts new student visa interviews

The State Department prepares to expand social media vetting of foreign students.

8h ago