নিবন্ধন না থাকায় গাজীপুরে ৯ সিএনজি স্টেশনকে জরিমানা

স্টার অনলাইন গ্রাফিক্স

বিইআরসির নিবন্ধন না থাকায় গাজীপুরের ৯টি সিএনজি স্টেশনকে ৭ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ শুক্রবার ভ্রাম্যমাণ আদালতের বিচারক গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিস এলাহী এ জরিমানা করেন।

গাজীপুর তিতাস গ্যাসের (জোবিঅ-জয়দেপুর) ব্যবস্থাপক প্রকৌশলী নৃপেন্দ্রনাথ বিশ্বাস দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গাজীপুর মহানগরীর সদর থানা, বাসন থানা ও গাছা থানা এলাকার বিভিন্ন সিএনজি স্টেশনে শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত তিতাস গ্যাস কর্তৃপক্ষের উদ্যোগে গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিস এলাহীর নেতৃত্বে অভিযান চালানো হয়।

তিনি আরও জানান, বিইআরসির নিবন্ধন না থাকায়/নবায়ন না করার কারণে পূর্ব চান্দনা এলাকার হোসেন অ্যান্ড সন্সকে ৮০ হাজার টাকা, কড্ডা নাওজোড় এলাকার এম এইচ সিএনজিকে ১লাখ টাকা, একই এলাকার রিয়াজ ফিলিং স্টেশনকে ১ লাখ টাকা, ভোগড়া ইউনিয়ন ট্রেডিং করপোরেশনকে ৫০ হাজার টাকা, কুনিয়া তারগাছ এলাকার সুসল সিএনজিকে ৮০ হাজার টাকা, একই এলাকার জ্যারোমা সিএনজিকে ৮০ হাজার টাকা, কুনিয়া বড়বাড়ি এলাকার হাজী ওয়াহেদ সরকার সিএনজিকে ৬০ হাজার টাকা ও বোর্ডবাজারের কলমেশ্বর এলাকার মির্জাপুর সিএনজিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও অবৈধ সিলিন্ডারে গ্যাস বিক্রয় বিক্রির অপরাধে রিয়াজ ফিলিং স্টেশনকে আরও ৮০ হাজার টাকা এবং এম এইচ সিএনজিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

Comments

The Daily Star  | English

Palli Bidyut Protest: Staff shortage sparks concerns over Eid power supply

Demonstrators' demands include removal of REB chairman, unified service rule

7h ago