এসএসসি পরীক্ষার্থীদের উত্যক্ত করায় যুবক কারাগারে

চট্টগ্রাম
স্টার অনলাইন গ্রাফিক্স

চট্টগ্রামের লোহাগড়া উপজেলায় এসএসসি পরীক্ষার্থীদের উত্যক্ত করার অভিযোগে এক যুবককে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্ত মো. রিদওয়ান (১৯) লোহাগাড়া সদরের মো. ইউনুসের ছেলে।

আজ বৃহস্পতিবার সকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ উল্যাহ এ সাজা দেন।

শরীফ উল্লাহ দ্য ডেইলি স্টারকে বলেন, 'উপজেলার শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের গেটে কিছু যুবক এসএসসি পরীক্ষার্থীদের হয়রানি করছে, এমন তথ্য পেয়ে আমরা অভিযান পরিচালনা করি।'

তিনি বলেন, 'তারা ছাত্রীদের গায়ে কোমল পানীয় ও পানি ছিটিয়ে দিচ্ছিল। যখন তারা পরীক্ষার হলে প্রবেশ করছিল, তখন যুবকরা তাদের উদ্দেশে আপত্তিকর মন্তব্যও করছিল।'

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, 'রিদওয়ানকে স্কুলের গেটের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। কিন্তু তার সহযোগীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।'

আসামিকে কারাগারে পাঠানোর জন্য লোহাগাড়া থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।

এদিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে রিদওয়ানকে আটক করতে গিয়ে এক আনসার সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।

Comments

The Daily Star  | English

Hypertension ranks first among Bangladesh’s top ten diseases

Health and Morbidity Status Survey finds 33% experienced illnesses in 3 months leading up to the survey last year

54m ago