বাবুলের বিরুদ্ধে বনজ কুমারের মামলার প্রতিবেদন জমার তারিখ আবারও পেছলো

বাবুল আক্তার। ছবি: সংগৃহীত

ডিজিটাল নিরাপত্তা আইনে সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারসহ ৪ জনের বিরুদ্ধে পিবিআই প্রধানের দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন আগামী ১৪ ফেব্রুয়ারির মধ্যে জমা দিতে ধানমন্ডি থানাকে আবারও নির্দেশ দিয়েছেন আদালত।

মামলায় অপর ৩ আসামি বাবুল আক্তারের ভাই মো. হাবিবুর রহমান লাবু, তার বাবা মো. আব্দুল ওয়াদুদ মিয়া ও সাংবাদিক ইলিয়াস হোসেন।

তাদের মধ্যে বাবুল আক্তার এখন কারাগারে এবং তার বাবা ও ভাই জামিনে রয়েছেন। দেশের বাইরে রয়েছেন আরেক আসামি ইলিয়াস হোসেন।

ধানমন্ডি থানার পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. রবিউল ইসলাম আজ বৃহস্পতিবার কোনো প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম মো. আশেক ইমাম এ আদেশ দেন।

চতুর্থবারের মতো এই মামলার তদন্ত প্রতিবেদন দিতে তারিখ নিয়েছে পুলিশ।

মিতু হত্যা মামলা নিয়ে মিথ্যা ও অসত্য তথ্য ছড়ানোর অভিযোগে গত বছরের ২৭ সেপ্টেম্বর পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার ধানমন্ডি থানায় বাবুল আক্তারসহ ৪ জনের বিরুদ্ধে মামলাটি করেন।

২০১৬ সালের ৫ জুন বন্দর নগরীর জিইসি মোড়ে ছুরিকাঘাত ও গুলি করে হত্যা করা হয় মিতুকে।

মামলার বিবৃতিতে বনজ কুমার আসামিদের বিরুদ্ধে মিতু হত্যা মামলায় মিথ্যা ও ভিত্তিহীন তথ্য ছড়ানো, তদন্তকে ভিন্নখাতে প্রবাহিত করা, সাম্প্রদায়িকতা উসকে দেওয়া, পিবিআই ও বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগ এনেছেন।

ইলিয়াসের তৈরি ও অনলাইনে প্রচারিত একটি ভিডিওর কারণে মামলাটি করা হয়েছিল।

Comments

The Daily Star  | English
Before Hasina lost in the court of law she had lost in the court of the people

Before Hasina lost in the court of law, she had lost in the court of the people

The future is always unpredictable, but as of now, her reputation lies in ruins and her political career buried under a mountain of debris of self-righteous arrogance, misgovernance, and impunity

1h ago