সিরাজগঞ্জে দোকানে ঢুকে আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আব্দুল কুদ্দুস সরকার (৬০)। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় দোকানে ঢুকে দেশিগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও প্রবীণ আওয়ামী লীগ নেতা আব্দুল কুদ্দুস সরকারকে (৬০) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ শনিবার সন্ধ্যা ৭টার দিকে ইউনিয়‌নের ভোগমান চারমাথা বাজা‌রে এ ঘটনা ঘ‌টে।

নিহত আব্দুল কুদ্দুস সরকার (৬০) সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান, তিনি দীর্ঘদিন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ইউনিয়ন আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য।

পুলিশ জানিয়েছে, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাজারের একটি দোকানে বসে ছিলেন আব্দুল কুদ্দুস সরকার। এমন সময় ১০/১৫ জন অজ্ঞাত সন্ত্রাসী সেখানে অতর্কিত হামলা চালায়। তাকে গুলি করে সেখান থেকে পালিয়ে যায়।

এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। চরমপন্থী সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে বলে দাবি করেছেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা।

দেশীগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'আব্দুল কুদ্দুস সরকার এলাকার একজন প্রবীণ আওয়ামী লীগ নেতা এবং একজন সজ্জন ব্যাক্তি। হামলাকারীরা হ্যান্ড মাইকে চরমপন্থি সর্বহারা দলের স্লোগান দিয়ে এ হামলা চালিয়েছে।'

জানতে চাইলে সিরাজগঞ্জের পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল দ্য ডেইলি স্টারকে বলেন, 'ঘটনার পর থেকেই তদন্তে মাঠে নেমেছে পুলিশ। সম্ভাব্য সব দিক বিবেচনা করেই হত্যাকাণ্ডের তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষ হওয়ার আগে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।'

হামলাকারীদের খুঁজে বের করে গ্রেপ্তার করতে আভিযান চলছে বলে জানান তিনি।

নিহত আওয়ামীলীগ নেতার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Comments

The Daily Star  | English

Private investment sinks to five-year low

Private investment as a percentage of the gross domestic product has slumped to its lowest level in five years, stoking fears over waning business confidence and a slowdown in job creation.

10h ago