আদালত চত্বর থেকে ছিনিয়ে নেওয়া জঙ্গি সোহেলের স্ত্রীসহ গ্রেপ্তার ২

দীপন হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক ২ আসামি মাইনুল হাসান শামীম এবং আবু সিদ্দিক। ছবি: সংগৃহীত

ঢাকার আদালত চত্বর থেকে দুই জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় পালিয়ে যাওয়া এক জঙ্গির স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শুক্রবার রাতে পলাতক জঙ্গি আবু সিদ্দিক সোহেলের স্ত্রী শিখা ও তার এক 'আশ্রয়দাতাকে' নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

সিসিটিসির প্রধান মো. আসাদুজ্জামান দ্য ডেইলি স্টারকে বলেন, 'সিটিটিসির একটি দল অভিযান চালিয়ে আজ রাতে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে ওই নারীকে আটক করেছে।'

অভিযানে ওই নারীকে 'আশ্রয়' দেওয়া ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি। যদিও ওই ব্যক্তির নাম জানা যায়নি।

২০২২ সালের ২০ নভেম্বর ঢাকার নিম্ন আদালত থেকে পুলিশের চোখে স্প্রে করে প্রকাশক ফয়সল আরেফিন দীপনকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি আনসার আল ইসলাম সদস্য মইনুল হাসান শামীম ওরফে সামির ওরফে ইমরান এবং আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাজিদ ওরফে শাহাবকে ছিনিয়ে নিয়ে যায় জঙ্গিরা।

আবু সিদ্দিক সোহেলের স্ত্রী ফাতেমা খানম শিখা।

কর্মকর্তারা জানান, শিখা জঙ্গি ছিনতাইয়ের ঘটনার অন্যতম প্রধান সমন্বয়কারী। ঘটনার দিন তিনি সন্তানকে নিয়ে আদালতে উপস্থিত ছিলেন।

পালিয়ে যাওয়ার পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি জঙ্গিদের আস্তানা 'আনসার হাউসে' আশ্রয় নেন। শিখা তার স্বামীর সঙ্গে সেখানে এক-দুবার দেখা করেছিলেন বলেও পুলিশ জানায়।

 

Comments

The Daily Star  | English

Tarique on his way home

For the BNP, his long‑awaited return symbolises renewal -- a turning point that could reenergise the party's political base and reshape its future trajectory.

9h ago