আবাসিক ভবনের সিঁড়ির নিচ থেকে নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার 

Savar_DS_Map.jpg
স্টার অনলাইন গ্রাফিক্স

সাভারের ব্যাংক কলোনি এলাকার একটি আবাসিক ভবনের সিঁড়ির নিচ থেকে নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।

আজ বুধবার সকাল ৯ টার দিকে সাভারের ব্যাংক কলোনি এলাকার রিতা ভিলার নিচতলার সিঁড়ির নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে দ্য ডেইলি স্টারকে জানান সাভার মডেল থানার উপপরিদর্শক জহিরুল ইসলাম।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধে নারীকে হত্যা করা হয়েছে। তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা দ্য ডেইলি স্টারকে বলেন, যেই ভবনের সিঁড়ির নিচ তেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে তিনি ওই ভবনে থাকতেন না। এছাড়া কেউ তার পরিচয় শনাক্ত করতে পারছেন না। পরিচয় শনাক্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন( পিবিআই) সদস্যরা ঘটনাস্থলে এসেছেন। তারা পরিচয় শনাক্তে কাজ করছেন।

Comments

The Daily Star  | English

Forex market steadies as dollar inflows go up

The country’s foreign exchange market is stabilising thanks to a surge in US dollar (USD) inflows, driven by higher remittances, stronger export earnings and tighter oversight by the central bank.

4h ago