কক্সবাজার

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে নিহত ১

কক্সবাজারে শিশু আলো হত্যা মামলায় ৬ আসামির মৃত্যুদণ্ড

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আরসা ও আরএসও'র মধ্যে গোলাগুলিতে ইমান হোসেন (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন।

আজ সোমবার সকাল ১০টার দিকে উখিয়া উপজেলার ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।

নিহত ইমান হোসেন উখিয়ার ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সিরাজ হোসেনের ছেলে।  

এ বিষয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী দ্য ডেইলি স্টারকে বলেন, 'আজ সোমবার সকাল ৮টার দিকে উখিয়ার ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গা সন্ত্রাসী গোষ্ঠী আরসা এবং  আরএসও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি হয়। গোলাগুলিতে উভয় গ্রুপের সদস্যরা প্রায়  ২০ থেকে ২৫ রাউন্ড গুলিবর্ষণ করে। এ ঘটনায় আরএসও সদস্য ইমান হোসেন  গুলিবিদ্ধ হয়ে আহত হয়। রোহিঙ্গারা তাকে উদ্ধার করে ক্যাম্পের অভ্যন্তরে অবস্থিত আইএমও হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর ইমান হোসেন মারা যান।'

তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়না তদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

 

Comments

The Daily Star  | English
Barishal University protest

As a nation, we are not focused on education

We have had so many reform commissions, but none on education, reflecting our own sense of priority.

4h ago