ধর্ষণের অভিযোগে এএসপি সোহেল উদ্দীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সাবেক প্রতিমন্ত্রী রেদোয়ান আহমেদের জেল

ধর্ষণের অভিযোগে সহকারী পুলিশ সুপার (এএসপি) সোহেল উদ্দীন প্রিন্সের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

আজ মঙ্গলবার ঢাকার ৬ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আল মামুন এই আদেশ দেন।

সোহেল উদ্দিন প্রিন্স বর্তমানে বরখাস্ত আছেন।

গত বছরের ২৩ নভেম্বর সোহেল উদ্দিন প্রিন্সের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে ঢাকার আদালতে মামলাটি দায়ের করেছিলেন এক নারী।

মামলা সূত্রে জানা যায়, ওই নারীও একজন সরকারি কর্মকর্তা। পরিচয়ের সুবাদে এএসপি সোহেলউদ্দীনের সঙ্গে বাদীর বিয়ের কথা হয়। ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি সোহেল বাদীকে রমনা পুলিশ অফিসার্স মেসে যেতে বলেন। সেখানে তার আত্মীয়-স্বজন উপস্থিত থেকে কাজির মাধ্যমে বিয়ে হবে বলে জানায় ওই পুলিশ কর্মকর্তা। সেখানেই ভুক্তভোগী ওই নারীকে ধর্ষণ করা হয়।

মামলাটি বিচার বিভাগীয় তদন্তে আসামির বিরুদ্ধে অভিযোগটি প্রমাণিত হলে বিচারক আল মামুন বাদীর উপস্থিতিতে সোহেলের বিরুদ্ধে অভিযোগটি আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

বাদী জানান, সোহেল আগেও বিয়ে করেছিলেন। ওই স্ত্রীর দায়ের করা যৌতুকের মামলায় তিনি সাময়িক বরখাস্ত হন। বাদীর পক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট আনোয়ারুল কবীর বাবুল।

Comments

The Daily Star  | English

How can AI democratise rural healthcare in Bangladesh?

Imagine a future where a tablet or phone in a village clinic can perform the work of expensive lab tests and specialists.

14h ago