মিরপুরের কিশোর গ্যাং ‘তোমাদের আরিফ ভাইয়া’ গ্রুপের প্রধান গ্রেপ্তার

'তোমাদের আরিফ ভাইয়া' গ্রুপের প্রধান মো. আরিফ মিয়া। ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরের কিশোর গ্যাং 'তোমাদের আরিফ ভাইয়া' গ্রুপের প্রধান মো. আরিফ মিয়াকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ।

আরিফের সঙ্গে তার গ্যাংয়ের আরও তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন হৃদয় (২০), মো. আলম (১৯) ও মো. রমজান (১৯)। গত রাতে মিরপুরের জার্মান টেকনিক্যালের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসিন দ্য ডেইলি স্টারকে বলেন, আরিফ মিরপুরের চিহ্নিত কিশোর গ্যাংয়ের প্রধান। তার দলের নাম 'তোমাদের আরিফ ভাইয়া'। দলবল নিয়ে মারামারি করা, আতঙ্ক সৃষ্টি করাই তাদের কাজ। তার গ্রুপে ১০-১২ জন সদস্য রয়েছে। তারা মেসেঞ্জারে নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করে। গ্রুপের কোনো সদস্য কোথাও আক্রান্ত হলে বাকিরা ছুরি, লাঠি নিয়ে সেখানে হামলা করে।

ওসি বলেন, গ্যাংয়ের প্রধান হিসেবে আরিফ তার নিজের গলায় 'তোমাদের আরিফ ভাইয়া' লিখে ট্যাটুও করেছেন। গতকাল রাতে তারা দেশীয় অস্ত্র নিয়ে আরেকজনকে মারতে যাচ্ছিলেন। পরে জার্মান ট্যাকনিক্যালের সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে তিনটি চাকু উদ্ধার করা হয়েছে।

Comments

The Daily Star  | English

Farmers count losses as Aman prices fall

Rates dropped by more than Tk 100 per maund in two weeks as growers blame rising imports even amid peak harvesting

13h ago