চট্টগ্রামে থেমে থাকা বাসে আগুন

ctg_map_ds
স্টার ডিজিটাল গ্রাফিক্স

চট্টগ্রামের চন্দনাইশে থেমে থাকা একটি বাসে আগুন দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার ভোররাত ২টার দিকে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের বাদামতল এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করে চন্দনাইশ থানার পরিদর্শক (তদন্ত) জর্জ চাকমা বলেন, বাসটি বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের ভাড়া নেওয়া। বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-শিক্ষার্থীদের আনা-নেওয়ার কাজে এটি ব্যবহৃত হয়। গতকাল রাতে কাজ শেষে চালক বাসটি পার্ক করে বাড়িতে যায়। তখন বাসটিতে আগুন দেওয়া হয়।

'কে বা কারা বাসটিতে আগুন দিয়েছে, তা এখনো জানা যায়নি। এই ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে', বলেন তিনি।

Comments

The Daily Star  | English
Asif Mahmud Dhaka-10 election candidate

Asif Mahmud named NCP spokesperson

Nahid Islam says Asif will not contest the polls

7m ago