আদাবর থানা থেকে নারী আসামির পলায়ন

নারী আসামির পলায়ন

ঢাকার আদাবর থানা থেকে এক নারী আসামি পালিয়ে গেছেন। আজ শনিবার ভোরে থানার হাজত থেকে পালিয়ে যান তিনি।

আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, শুক্রবার বিকেলে ঢাকার শেখেরটেক এলাকা থেকে ২০টি ইয়াবাসহ লাবনি আক্তারকে (২০) গ্রেপ্তার করেছিল পুলিশ। রাতে তার বিরুদ্ধে মাদকবিরোধী আইনে পুলিশ মামলা করে। আজ শনিবার তাকে আদালতে পাঠানোর কথা ছিল।

তিনি জানান, লাবনীকে প্রথমে থানা হাজতে রাখা হয়েছিল। হাজতে অসংলগ্ন আচরণ করায় পরে একজন নারী কনস্টেবলের পাহারায় নারী ও শিশু হেল্প ডেস্কের কক্ষে রাখা হয় তাকে। ভোরে ওই কনস্টেবলের অসতর্কতার সুযোগে থানা থাকে পালিয়ে যান লাবনী।

তাকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে বলে জানান ওসি।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার এইচ এম আজিমুল হক দ্য ডেইলি স্টারকে বলেন, পলাতক আসামির অবস্থান শনাক্ত করা হয়েছে। যেকোনো সময় তিনি গ্রেপ্তার হবেন।

Comments

The Daily Star  | English
Yunus, Charter, and Our Future

Yunus, Charter, and Our Future

Can the vision for 'New Bangladesh' ignore the poor, farmers, workers, youth, women, or employment and climate crises?

9h ago