সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সম্পাদক প্রার্থী রুহুল কুদ্দুস গ্রেপ্তার

ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে আটক করে সিআইডি। ছবি: সংগৃহীত

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৪-২৫ মেয়াদের নির্বাচনে বিএনপি-জামায়াতপন্থি নীল প্যানেলের সম্পাদক প্রার্থী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর পল্টনের তোপখানা রোডে নিজ চেম্বার থেকে তাকে আটক করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দুদিনব্যাপী নির্বাচনে ভোট গণনাকে কেন্দ্র করে অপ্রীতিকর পরিবেশ সৃষ্টির অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে।

সিআইডি সদর দপ্তরের পুলিশ সুপার (মিডিয়া) আজাদ রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'সন্ধ্যা ৭টার দিকে ব্যারিস্টার কাজলকে রাজধানীর তোপখানা রোড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।'

Comments

The Daily Star  | English

Consensus reached on election commission formation: Ali Riaz

"This was an extremely fruitful discussion and a historic moment"

10m ago