১৬ দিন সময় নিয়েও দুদকে হাজির হননি বেনজীর

বেনজীর আহমেদ। ছবি: সংগৃহীত

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের অনুরোধে তাকে অতিরিক্ত ১৬ দিন সময় দেওয়া হলেও তিনি দুর্নীতি দমন কমিশনে (দুদক) হাজির হননি।

আজ রোববার সকাল ১০টার মধ্যে তার দুদকের তদন্ত কমিটির সামনে হাজির হওয়ার কথা ছিল। তবে সকাল ১১টা পর্যন্ত তিনি দুদক কার্যালয়ে আসেননি।

দুদকের একাধিক কর্মকর্তা জানান, মেয়াদ বাড়ানোর জন্য কোনো নতুন কোনো আবেদনও করেননি বেনজীর আহমেদ।

দুদকের আইনজীবী খুরশীদ আলম খান দ্য ডেইলি স্টারকে বলেন, 'বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের তদন্ত চলছে। তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের প্রমাণও পাওয়া গেছে। এর আগে, একবার দুদকে হাজির হতে তিনি সময় চেয়ে আবেদন করেছিলেন, যদিও দুদকের আইন ও প্রবিধানে দ্বিতীয়বার মেয়াদ বাড়ানোর বিধানের বিষয়ে স্পষ্ট কিছু উল্লেখ নেই। তারপরও বেনজীর আহমেদ নির্ধারিত সময়ের মধ্যে দুদকে হাজির হতে ব্যর্থ হলে ধরে নেওয়া হবে যে তার কোনো বক্তব্য নেই।'

গত মে মাসের শুরুতেই বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যরা দেশ ছেড়েছেন বলে জানা গেছে।

এর আগে, বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যরা গত ৬ ও ৯ জুন দুদকে হাজির হতে ব্যর্থ হন। এরপর তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে দুদক ২৩ ও ২৪ জুন হাজিরার দিন নির্ধারণ করে।

জ্ঞাত আয় বহির্ভূত বিপুল সম্পদ অর্জনের অভিযোগে গত ১৮ এপ্রিল বেনজীর আহমেদের বিরুদ্ধে তদন্তে নামে দুদক।

 

Comments

The Daily Star  | English

Nearly half of Bangladeshis remain offline: BBS

Nearly half of the population of Bangladesh is still without internet access, according to the latest official data, a situation that IT professionals describe as disappointing when compared with neighbouring countries. 

12h ago