আরও হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো আনিসুল-সালমান-দীপু মনি-পলক-মোজাম্মেল বাবুকে

কোটা সংস্কার আন্দোলনের সময় রাজধানীর বাড্ডা থানায় দায়ের করা তিনটি হত্যা মামলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী দীপু মনিকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

একই থানায় দায়ের করা আরও দুটি হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককেও গ্রেপ্তার দেখানো হয়েছে।

এছাড়া বাড্ডা থানার আরেকটি হত্যামামলায় একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক ও এডিটর ইন চিফ মোজাম্মেল বাবুকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আজ বুধবার কড়া নিরাপত্তায় তাদের ঢাকা মহানগর হাকিম আরফাতুল রাকিবের আদালতে হাজির করা হয়।

২০ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় মো. হাফিজুল সিকদারের মৃত্যুর ঘটনায় শেখ হাসিনা, দীপু মনি, আনিসুল হক, সালমান এফ রহমান, পলকসহ ১৭৪ জনের বিরুদ্ধে বাড্ডা থানায় গত ২১ আগস্ট প্রথম মামলা হয়।

৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মো. সোহাগ মিয়ার মৃত্যুর ঘটনায় শেখ হাসিনা, আনিসুল হক, সালমান এফ রহমান, দীপু মনি, পলকসহ ৫৭ জনের বিরুদ্ধে ২১ আগস্ট একই থানায় দ্বিতীয় মামলা দায়ের করা হয়।

এ বিষয়ে দুই তদন্ত কর্মকর্তা পৃথক দুটি আবেদন জমা দেওয়ার পর প্রথম দুই মামলায় দীপু মনি, আনিসুল হক, সালমান এফ রহমান ও পলককে গ্রেপ্তার দেখানো হয়।

গত ২১ জুলাই কোটা সংস্কার আন্দোলনে তৌফিকুল ইসলাম ভূঁইয়ার মৃত্যুর ঘটনায় গত ২৮ জুলাই হাসিনা, দীপু মনি, মোজাম্মেল বাবুসহ ১১০ জনের বিরুদ্ধে একই থানায় তৃতীয় মামলা হয়।

এ বিষয়ে তদন্ত কর্মকর্তা আবেদন করলে তৃতীয় মামলায় দীপু মনি ও মোজাম্মেল বাবুকে গ্রেপ্তার দেখানো হয়।

Comments

The Daily Star  | English
300 companies seek loan rescheduling from Bangladesh Bank

300 companies ask BB for Tk 2 lakh crore loan rescheduling

The businesses are seeking repayment periods ranging from five to 15 years

10h ago