হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে ইনু

হাসানুল হক ইনু। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ১৯ জুলাই রাজধানীর গুলশানে বাহাদুর হোসেন মনির (১৭) নিহত হওয়ার ঘটনায় করা মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ সোমবার মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) আবু জাফর বিশ্বাস ইনুকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম শরিফুর রহমান এ আদেশ দেন।

এর আগে তদন্ত কর্মকর্তার আবেদনে মামলায় ইনুকে গ্রেপ্তার দেখানো হয়।

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা বলেন, ইনুসহ মামলার অন্য আসামিরা এই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত। তাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যরা কোথায় আছেন তা জানতে তাকে রিমান্ডে নেওয়া প্রয়োজন।

অন্যদিকে আসামিপক্ষ দাবি করেন, কেবল হয়রানির জন্য তাদের মক্কেলকে এ মামলায় জড়ানো হয়েছে। তাই রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করা হয় তাদের পক্ষ থেকে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ১৯ জুলাই বাহাদুর হোসেন মনির রাজধানীর প্রগতি সরণি এলাকায় গুলিবিদ্ধ হন। তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ৩০ সেপ্টেম্বর নিহতের বাবা আবু জাফর বাদী হয়ে গুলশান থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০২ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

গত ২৬ আগস্ট রাজধানীর উত্তরার একটি বাসা থেকে ইনুকে গ্রেপ্তার করা হয়।

একই মামলায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক পরিচালক (সীমান্ত) কমডোর মনিরুল ইসলামকে গ্রেপ্তার দেখানো হয় এবং হত্যাকাণ্ডের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে নেওয়া হয়।

Comments

The Daily Star  | English

Nahid calls for preparations for another mass uprising if ‘old game’ doesn’t end

He made these remarks during a street rally at Chashara intersection, Narayangaj

3h ago