বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবি মেনে পঞ্চগড়ের ৪ বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্তি

ছবি: স্টার

অপসারণের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভের পরিপ্রেক্ষিতে পঞ্চগড় জেলা ও দায়রা জজসহ চার বিচারককে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের উপসচিব (প্রশাসন-১) এ. এফ. এম. গোলজার রহমানের সই করা চিঠি থেকে এ তথ্য জানা যায়।

পঞ্চগড় আদালত থেকে মন্ত্রণালয়ের সংযুক্ত করা হয়েছে পঞ্চগড় আদালতের জেলা ও দায়রা জজ মো. গোলাম ফারুক, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান মণ্ডল, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আশরাফুজ্জামান ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু হেনা সিদ্দিকীকে।

এ ছাড়া, পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. নুরুজ্জামানকে পঞ্চগড়ের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে নিয়োগ-বাণিজ্য, ঘুষ, দুর্নীতি, অনিয়ম ও হুমকির অভিযোগে এই চার বিচারকের অপসারণের দাবিতে আদালত ঘেরাও, মূল ফটকে তালা দেওয়া ও মহাসড়ক অবরোধ করে পঞ্চগড় জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

তাদের অভিযোগ, ওই চার বিচারক আওয়ামী লীগ সরকারের দোসরের ভূমিকা পালন করছেন।

জেলা প্রশাসক ওই চার বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্তির ঘোষণা দিলে আদালত চত্বরে আনন্দ মিছিল করেন আন্দোলনকারীরা।

Comments

The Daily Star  | English
Yunus, Charter, and Our Future

Yunus, Charter, and Our Future

Can the vision for 'New Bangladesh' ignore the poor, farmers, workers, youth, women, or employment and climate crises?

8h ago