মাগুরায় ধর্ষণ: সিএমএইচে লাইফ সাপোর্ট থেকে শিশুটিকে পিআইসিইউতে স্থানান্তর

মাগুরায় ধর্ষণের ফলে গুরুতর অবস্থায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) চিকিৎসাধীন শিশুটিকে লাইফ সাপোর্ট থেকে পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে (পিআইসিইউ) স্থানান্তর করা হয়েছে।

রোববার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গত ৮ মার্চ তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে সিএমএইচে নেওয়া হয়।

ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানিয়েছিলেন, শিশুটির অবস্থা প্রথম থেকে ক্রিটিক্যাল ছিল। ঢাকা মেডিকেলে তার চিকিৎসা চলছিল, কিন্তু অতিরিক্ত অ্যাটেনডেন্সের কারণে অন্য রোগীদের সমস্যা হচ্ছিল। সবকিছু বিবেচনায় শিশুটিকে সিএমএইচে পাঠানো হয়েছে।

এই ঘটনায় এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

৮ মার্চ শিশুটির মা বাদী হয়ে মামলা করার পর চার আসামিকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন—শিশুটির দুলাভাই সজীব হোসেন (১৮), তার ভাই রাতুল শেখ (১৭), তাদের বাবা হিতু মিয়া (৪২) ও মা জাবেদা বেগম (৪০)।

শিশুটিকে প্রথমে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ৭ মার্চ বিকেলে তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়।

Comments

The Daily Star  | English

CAAB puts all airports on high alert

Directs tighter monitoring, patrols, and maximum security deployment to ensure passenger safety

3h ago