নরসিংদীতে অটোরিকশা ভাড়া নিয়ে মারামারি, যুবককে কুপিয়ে হত্যা

নিহত সুমন মিয়া। ছবি: সংগৃহীত

নরসিংদীর পলাশে অটোরিকশার ভাড়া নিয়ে বিরোধের জেরে সুমন মিয়া (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার বাবা আলম মিয়া (৪৫)। তারা দুজনই পেশায় রাজমিস্ত্রি।

সোমবার রাত সোয়া আটটার দিকে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের জয়নগর গ্রামে এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন পলাশ থানার এস আই আবু হানিফ মিয়া।

নিহতের পরিবার ও পুলিশ বলছে, সোমবার বিকেল ৪টার দিকে জয়নগর গ্রাম থেকে ডাঙ্গা বাজারে যাওয়ার জন্য একটি অটোরিকশা ভাড়া করেন সুমন মিয়ার চাচা মুকুল মিয়া। এ সময় একই গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে তারেক, আইয়ুব মিয়া, নাজমুল হোসেন ও মোমেন মিয়া বেশি ভাড়া দেওয়ার প্রলোভন দেখিয়ে ওই অটোরিকশাটি নিতে চান। এতে সুমন মিয়া ও তার চাচার সঙ্গে তাদের কথা-কাটাকাটি হয়, যা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।

এ ঘটনার জেরে রাত সোয়া ৮টার দিকে তারেকসহ অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে মুকুল মিয়ার বাড়িতে হামলা করতে যায়। বাড়ির পাশে সুমন ও তার বাবা আলম মিয়াকে পেয়ে কুপিয়ে গুরুতর আহত করে তারা। হামলার পর তারা পালিয়ে যায়।

পরে স্থানীয়রা আহত বাবা-ছেলেকে উদ্ধার করে নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুমন মিয়াকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আলম মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে জানতে চাইলে পলাশ থানার উপপরিদর্শক (এসআই) আবু হানিফ মিয়া বলেন, 'খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। প্রাথমিক জানতে পেরেছি স্থানীয়দের সঙ্গে কথা-কাটাকাটির জেরে মারামারির হয়।'

Comments

The Daily Star  | English

Heat cost Bangladesh 0.3–0.4% of GDP in 2024: WB

Rising temperatures linked to illnesses causing loss of 250m workdays and up to $1.78b in economic costs

41m ago