নরসিংদীতে কারখানায় হামলা-ভাঙচুরের অভিযোগে যুবদল নেতা গ্রেপ্তার

মনিরউজ্জামান মনির। ছবি: সংগৃহীত

নরসিংদীতে নির্মাণাধীন সিমেন্ট কারখানায় হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে স্থানীয় এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার মনিরউজ্জামান মনির ডাঙ্গা ইউনিয়ন যুবদলের সভাপতি। গতকাল শনিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। 

আজ রোববার দুপুরে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার উপজেলার ডাঙ্গা ইউনিয়নে নির্মাণাধীন কনফিডেন্স সিমেন্ট কারখানার অফিসে যুবদল নেতা মনিরের লোকজন হামলা চালায়। সেখান থেকে তারা মোবাইল, ল্যাপটপ ও মালামাল লুট করে। এ সময় অন্তত ৭ শ্রমিক আহত হন।

পরে পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিবেশ নিয়ন্ত্রণে আনে। 

কারখানার সহকারী মহাব্যবস্থাপক (প্রশাসন) মাহবুবর রহমান ডেইলি স্টারকে বলেন, 'আমাদের ওপর হামলা ও অফিস ভাঙচুর, মারধর, লুটপাট ও চাঁদা দাবির বিষয়ে ঢাকা অফিসে জানিয়েছি। তারা আইনি ব্যবস্থা নিচ্ছেন।'

এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষ যুবদল নেতা মনিরসহ ২৬ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছে বলে জানান তিনি। 

এ বিষয়ে জানতে চাইলে পলাশ থানা যুবদলের আহ্বায়ক নেসার আহমেদ খান ডেইলি স্টারকে বলেন, 'আমি গ্রেপ্তারের বিষয়ে জানি না। না জেনে মন্তব্য করা ঠিক হবে না।'

ওসি মনির হোসেন বলেন, 'কারখানায় হামলার সঙ্গে ডাঙ্গা ইউনিয়ন যুবদল সভাপতি মনিরউজ্জামানের সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।'

Comments

The Daily Star  | English

A night of stars and stories

Blender’s Choice–The Daily Star OTT & Digital Content Awards returned for its fourth edition yesterday

7h ago