নবোদয়ে যুবককে গুলি করে ও ঢাকা উদ্যানে ছুরিকাঘাতে হত্যা

রাজধানীর আদাবর থানাধীন নবোদয় এলাকায় মো. ইব্রাহিম (৩২) নামে এক যুবককে গুলি করে এবং মোহাম্মদপুরের ঢাকা উদ্যানে আল আমিন (৩০) এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে।
আদাবর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মালেক দ্য ডেইলি স্টারকে জানান, সন্ধ্যা ৭টার দিকে নবোদয় হাউসিং সোসাইটি এলাকার বাইতুল মামুর জামে মসজিদের সামনে এই ঘটনা ঘটে।
সূত্র জানিয়েছে, পূর্ব বিরোধের জেরে সালিশ চলাকালে ইব্রাহিম খুন হন।
মালেক আরও জানান, এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে এবং পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও হত্যাকারীদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
ইব্রাহিমের বাড়ি ভোলার দৌলতখান উপজেলার মুজিবনগর গ্রামে। ঢাকা তিনি নবোদয় হাউসিং এলাকায় বসবাস করতেন।
'ইব্রাহিম এবং আরও দুজন—রুবেল (৩৫) ও সজীবের (৩২) মধ্যে পূর্বের একটি ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়ভাবে একটি সালিশ চলছিল। হঠাৎ বাগবিতণ্ডা শুরু হলে রুবেল ও সজীব তাদের কাছে থাকা পিস্তল দিয়ে ইব্রাহিমকে গুলি করে এবং ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করে,' বলেন মালেক।
স্থানীয় বাসিন্দারা তাদের ধরে মারধর শুরু করে। পরবর্তীতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের উদ্ধার করে এবং হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইব্রাহিমকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, রুবেল ও সজীব দুজনই মারধরে আহত হওয়ায় পুলিশি হেফাজতে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
একই সময়ে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় পূর্ব বিরোধের জেরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আল আমিন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।
মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান জানান, জড়িতদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালাচ্ছে।
Comments