চুয়াডাঙ্গায় সড়কে গাছ ফেলে বাসে ডাকাতি

চুয়াডাঙ্গায় সড়কে গাছ ফেলে বাস ডাকাতি করা হয়। ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার জীবননগরে রাস্তায় গাছ ফেলে বাস থামিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। 

আজ মঙ্গলবার ভোর ৫টার দিকে উপজেলার সান্তোষপুর ইকোপার্কের সামনে ঢাকাগামী পুর্বাশা পরিবহনের একটি বাসে এ ঘটনা ঘটে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ডাকাতদের একটি দল বাসচালককে মারধর করে এবং যাত্রীদের কাছ থেকে টাকা ও মোবাইল ফোন লুট করে।

ভুক্তভোগীরা জানায়, ডাকাতদলে ৭-৮ জন ছিল। তারা সড়কের পাশ থেকে দুটি গাছ কেটে সান্তোষপুর–আন্দুলবাড়িয়া সড়কে ফেলে যান চলাচল বন্ধ করে। প্রথমে তারা একটি পিকআপ ভ্যান থামায় এবং পরে সেটিকে ব্যবহার করে বাস থামাতে বাধ্য করে।

যাত্রীরা জানায়, ডাকাতরা দেশীয় চাপাতি ও ধারালো অস্ত্র নিয়ে বাসচালক মো. ফয়সালের ওপর হামলা চালায় এবং লাঠি দিয়ে মারধর করে। এরপর তারা ৭–৮ জন যাত্রীর কাছ থেকে প্রায় ২৫ হাজার টাকা ও ৭–৮টি মোবাইল ফোন লুট করে পালিয়ে যায়। 

ওসি বলেন, 'ডাকাতির খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। ঘটনার তদন্ত চলমান।'

Comments

The Daily Star  | English
inside story of the attack on Daily Star office

Inside a coordinated assault on The Daily Star

Reporter recounts how vandalism, smoke, and security threats shut down the newsroom

8h ago