সংসদ নির্বাচন স্থগিতের রিট খারিজ
২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় ১৩তম জাতীয় নির্বাচন প্রক্রিয়া স্থগিতের আবেদন জানিয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
আজ সোমবার বিচারপতি শিকদার মাহমুদুর রাজির নেতৃত্বে হাইকোর্টের একটি বেঞ্চ এ আদেশ দেন।
রিটকারী আইনজীবী মো. ইয়ারুল ইসলামকে আদালত বলেন, সারাদেশ এখন নির্বাচনী প্রস্তুতিতে ব্যস্ত। তাই এমন সময়ে নির্বাচন পেছানোর আবেদন প্রাসঙ্গিক নয়।
রিটকারী আইনজীবী বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব অ্যাডভোকেট মো. ইয়ারুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, তিনি দেশের বৃহত্তর স্বার্থে এমন আদেশ দেওয়ার জন্য হাইকোর্টকে অনুরোধ করেছিলেন। তিনি আরও জানান, রিট দাখিল করায় আদালত বিরক্তি প্রকাশ করেছেন।
অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম ৩ ডিসেম্বর হাইকোর্টে রিটটি দাখিল করেন।
তিনি উল্লেখ করেন, জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের বাদ দিয়ে জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দেওয়া হচ্ছে।
তার দাবি, এতে নির্বাচন কমিশনকে নির্বাহী বিভাগের ওপর নির্ভর করতে হচ্ছে, যা সংবিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।
রিটে আরও বলা হয়, নির্বাচন কমিশন (ইসি) নিজস্ব জনবল না রেখে নির্বাহী বিভাগের কর্মকর্তাদের সচিব হিসেবে নিয়োগ দেয়, যার ফলে নির্বাহী বিভাগ কমিশনের ওপর প্রভাব বিস্তারের সুযোগ পায়।
তাই ইসি সচিব পদে নির্বাহী বিভাগ থেকে নিয়োগকে অবৈধ ও আইনি বৈধতাহীন ঘোষণা করার আবেদন জানান তিনি।
এ ছাড়া জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের পরিবর্তে ডিসি ও ইউএনওদের রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না— তা ব্যাখ্যা দিতে রুল জারির নির্দেশনা চেয়ে আবেদন করেন রিটকারী।
রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচনের প্রক্রিয়া স্থগিত রাখারও আবেদন জানান তিনি।


Comments