হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত পিস্তল নরসিংদী থেকে উদ্ধারের দাবি র‌্যাবের

প্রধান আসামি ফয়সলের বোনের বাসার পাশ থেকে গুলি-ম্যাগাজিন উদ্ধার, বাবা-মা র‌্যাব হেফাজতে
রাজধানীর বিজয়নগর এলাকায় রিকশায় থাকা ওসমান হাদিকে মোটরসাইকেল থেকে গুলি করা হয়। ছবি: সিসিটিভি ফুটেজ থেকে নেওয়া

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত পিস্তল নরসিংদী থেকে উদ্ধারের দাবি করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

মঙ্গলবার রাতে র‌্যাবের লিগ্যাল ও মিডিয়া উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত অস্ত্র ও গোলাবারুদ নরসিংদীর তরুয়া এলাকার মোল্লার বাড়ির সামনে তরুয়ার বিলের পানির মধ্য থেকে উদ্ধার করা হয়েছে।

এসময় মো. ফয়সাল (২৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

রাত ১২টার দিকে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী সংবাদিকদের বলেন, 'ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি ফয়সল করিম মাসুদের বাবা হুমায়ুন কবিরকে আটক করা হয়েছে। এরপর নরসিংদী থেকে দুটি পিস্তল ও একটি পিস্তল সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। এরমধ্যে একটি পিস্তল হাদির ওপর হামলায় ব্যবহৃত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ফয়সলের মাকেও রাতে র‌্যাবের কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে বলে জানান তিনি।

ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি ফয়সল করিমের বাবা-মা। ছবি: র‌্যাব

এর আগে, র‍্যাব–২ এর গণমাধ্যম শাখার জ্যেষ্ঠ সহকারী পরিচালক শামসুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, এই হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি ফয়সল করিমের বোনের বাসার পাশ থেকে দুটি ম্যাগাজিন ও ১১টি গুলি উদ্ধার করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন তথ্য ও সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে আগারগাঁওয়ের কর্নেল গলিতে ফয়সল করিমের বোনের বাসা ও পাশের ভবনের ফাঁকা স্থান থেকে দুটি ভরা ম্যাগাজিন, ১১টি গুলি এবং একটি চাকু উদ্ধার করা হয়েছে। 

একইসঙ্গে ফয়সলের বোনের বাসা থেকে একটি ট্যাব, একটি অ্যান্ড্রয়েড মোবাইল, একটি পুরোনো বাটন মোবাইল, দুটি জাতীয় পরিচয়পত্র, বিভিন্ন ব্যাংকের ১৫টি চেক বই, ৬টি পাসপোর্ট এবং বিভিন্ন ব্যাংকের ৩৮টি চেক উদ্ধার করা হয়েছে।

জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন গত শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় চলন্ত একটি মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে। বর্তমানে সিঙ্গাপুরে চিকিৎসাধীন হাদির অবস্থা সংকটজনক।

Comments