পাবনা-২ আসনে নৌকা প্রতীক সম্বলিত শীতবস্ত্র বিতরণের অভিযোগ

সুজানগরে নৌকা প্রতীক ও প্রার্থীর পক্ষে ভোট চেয়ে লেখা সম্বলিত মাফলার, সোয়েটারসহ বিভিন্ন শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। ছবি: সংগৃহীত

নৌকা প্রতীক ও প্রার্থীর পক্ষে ভোট চেয়ে লেখা সম্বলিত মাফলার, সোয়েটারসহ বিভিন্ন শীতবস্ত্র বিতরণ করা হয়েছে পাবনা-২ আসনে। 

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে এসব পোশাক বিতরণের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে দেওয়া হয়েছে।

সম্প্রতি পাবনার সুজানগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহবায়ক সানোয়ার হোসেন শামীম তার ফেসবুক পেজে এমন ছবি পোস্ট করেছেন।

পোস্টে দেখা গেছে, পাবনা-২ (সুজানগর-আমিনপুর) আসনে নৌকা প্রতীকের প্রার্থী আহমেদ ফিরোজ কবিরের নাম ও নৌকা প্রতীক সম্বলিত মাফলার, সোয়েটার বিতরণ করা হচ্ছে।

দলীয় প্রতীক সম্বলিত শীতবস্ত্র বিতরণের বিষয়ে জানতে চাইলে নৌকা প্রতীকের প্রার্থী আহমেদ ফিরোজ কবির দ্য ডেইলি স্টারকে বলেন, 'এমন কোনো বস্ত্র বিতরণের বিষয় আমার জানা নেই।'

যোগাযোগ করা হলে স্বেচ্ছাসেবক লীগ নেতা সানোয়ার হোসেন শামীম দ্য ডেইলি স্টারকে বলেন, 'কেন্দ্রীয় এক নেতার সৌজন্যে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। স্থানীয় এমপি জানেন না।'

নির্বাচনী আচরণ বিধিমালা অনুযায়ী, নির্বাচনী প্রচারণার জন্য প্রার্থীর ছবি বা প্রার্থীর পক্ষে প্রচারণামূলক কোনো বক্তব্য বা কোনো শার্ট, জ্যাকেট, ফতুয়া ইত্যাদি ব্যবহার করতে পারবেন না। 

নির্বাচনী প্রতীক সম্বলিত শীতবস্ত্র বিতরণের বিষয়ে জানতে চাইলে সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সুখময় সরকার ডেইলি স্টারকে বলেন, 'এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি। তবে সাংবাদিকদের মাধ্যমে জানার পর বিষয়টি নির্বাচন অনুসন্ধান কমিটিকে জানানো হয়েছে।'

Comments

The Daily Star  | English

Ignore Gen Z at your peril, experts tell Nepal govt

Prominent personalities warn government and parties not to dismiss the demands of youths

1h ago