পর্যবেক্ষকদের চোখ যদি দুষ্ট হয়, আমাদের ইলেকশন দেখাটাও সঠিক হবে না: সিইসি

এ এম এম নাসির উদ্দিন | ছবি: ভিডিও থেকে নেওয়া

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশীয় পর্যবেক্ষক সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গে দিনব্যাপী সংলাপে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ মঙ্গলবার সকালে নির্বাচন ভবনে এই সংলাপ শুরু হয়।

পর্যবেক্ষকদের উদ্দেশে সংলাপে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেন, 'আমরা আপনাদেরকে সহযোগী হিসেবে পেতে চাই। আমরা জাতিকে ওয়াদা দিয়েছি একটা সুষ্ঠু, সুন্দর এবং বিশ্বাসযোগ্য একটা নির্বাচন আমরা উপহার দিতে চাই জাতিকে। এটা ইলেকশন কমিশন একার পক্ষে সম্ভব নয়, সবাইকে মিলেই এই জাতীয় দায়িত্বটা পালন করতে হবে।'

তিনি বলেন, 'এখানে অনেক পুরোনো সংগঠন-সংস্থা আছেন, যারা ইলেকশন অবজারভারের দায়িত্ব পালন করেছেন। আমি অতীত নিয়ে কোনো ঘাঁটাঘাঁটি করতে চাই না, আমি সব সময় সামনের দিকে তাকাতে চাই। অতীতে ভুল-ভ্রান্তি আমাদের অনেক হয়েছে, এটা হতে পারে, নানা কারণে হতে পারে। সেসব ভুলে এখান থেকে শিক্ষা নিয়ে আমরা সামনে এগোতে চাই।'

'এই নির্বাচনে আমাদের নিজস্ব তদারকি ব্যবস্থা থাকবে, অফিশিয়াল মেকানিজম থাকবে; ইলেকশন কমিশনের রিটার্নিং অফিসার, পোলিং অফিসার, প্রিসাইডিং অফিসার, ইলেক্টোরাল ম্যাজিস্ট্রেসি ইত্যাদি থাকবে, কিন্তু আপনাদের চোখ দিয়েও আমরা এটা এই ইলেকশনটাকে দেখতে চাই। আপনাদের চোখ যদি দুষ্ট হয়, প্রোপার না হয়, আমাদের ইলেকশন দেখাটাও কিন্তু সঠিক হবে না,' যোগ করেন তিনি।

নতুন পর্যবেক্ষকদের উদ্দেশে প্রধান নির্বাচন কমিশনার বলেন, 'আপনারা তো নিজেরা পর্যবেক্ষণ করবেন না, লোক নিয়োগ দেবেন। এবার আমরা বয়স কমিয়ে ২১ করেছি। এদের মধ্যে অনেকে কিন্তু অভিজ্ঞতা সম্পন্ন নয়, সুতরাং দয়া করে আপনাদের প্রাথমিক দায়িত্ব হবে এদেরকে একটা অরিয়েন্টেশন দেওয়া, ট্রেনিং দেওয়া।'

Comments

The Daily Star  | English
Sharif Osman Hadi dies in Singapore

Sharif Osman Hadi no more

Inqilab Moncho spokesperson dies in Singapore hospital

16h ago