রাষ্ট্রপতির সঙ্গে সিইসির সাক্ষাৎ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার এ এ এম নাসির উদ্দিন, নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, বেগম তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, আবুল ফজল মো. সানাউল্লাহ সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আজ বুধবার বঙ্গভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতির কার্যালয়ের উপসচিব মুহাম্মদ নেছার উদ্দিন জুয়েলের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটি জানানো হয়েছে।

সাক্ষাৎকালে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনে সার্বিক প্রস্তুতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করে নির্বাচন কমিশন। রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের সার্বিক প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেন।

নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ, রাষ্ট্রপতি কার্যালয়ের সচিব খান মো. নুরুল আমীন ও রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল আদিল চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন। 

Comments