হাদিকে গুলি

পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ইসি, উপজেলা নির্বাচন অফিসগুলোকে সতর্ক থাকার নির্দেশ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর গুলির ঘটনায় নির্বাচন কমিশন (ইসি) বলছে, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

গতকাল শুক্রবারের এ গুলির ঘটনার পর ইসি আজ দেশের সব নির্বাচন কার্যালয়গুলোকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে।

আজ শনিবার বিকেলে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ ও ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ দ্য ডেইলি স্টারকে এসব কথা জানান।

ইসি জানায়, গতকাল শুক্রবার থেকে ইসি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আলোচনা করছে। নির্বাচনী যাত্রায় কেউ বাধা দিলে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ব্যবস্থা নেবে।

ওসমান হাদিকে গুলির ঘটনায় ইসির অবস্থান কী, জানতে চাইলে আব্দুর রহমানেল মাছউদ বলেন, 'কমিশন এই মুহূর্তে পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। আমাদের উপজেলা ইলেকশন অফিসগুলোকে সতর্ক থাকতে বলেছি। তদন্ত চলছে। তদন্ত করে দেখুক কে বা কারা জড়িত ছিল।'

তিনি আরও বলেন, 'যেহেতু তফসিল ঘোষণার পরপর এ ঘটনা ঘটেছে। কাজেই এটা হয়ত নির্বাচনের পরিবেশটাকে ভঙ্গুর করার একটা প্রচেষ্টা হতে পারে।'

এই নির্বাচন কমিশনার আরও বলেন, 'আমরা আনুষ্ঠানিকভাবে এখন কিছু বলব না। আমরা বলব তদন্ত করে দেখা হোক। এ ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত এবং কী তাদের উদ্দেশ্য ছিল, এটা যদি বের হয় তাহলেই আমরা আমাদের প্রতিক্রিয়া জানাব।'

'আর সাধারণভাবে আপাতত বলব, একটা ঘটনা ঘটেছে যেটাকে আমরা বিচ্ছিন্ন ঘটনাই বলতে পারি। এ মুহূর্তে আমরা নির্বাচন করার জন্য বদ্ধপরিকর। সরকার নিশ্চয়ই বিষয়টা দেখবে,' যোগ করেন তিনি।

প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দল ও আইনশৃঙ্খলা বাহিনীর বৈঠকের দিকে ইঙ্গিত করে আব্দুর রহমানেল মাছউদ বলেন, 'আমরা দেখেছি যে সরকার আজ সব দলের সঙ্গে বসেছেন। তারা নিশ্চয় নির্দেশ দেবেন। ঘটনা ঘটেছে, পুলিশ ঝাঁপিয়ে পড়েছে।'

আব্দুর রহমানেল মাছউদ আরও বলেন, 'এই বার্তা সবসময় আমরা দিয়ে আসছি যে নির্বাচনের পরিবেশ কেউ যেন নষ্ট করতে না পারে।'

Comments