পিরোজপুরে বেকুটিয়া সেতু উদ্বোধন ৪ সেপ্টেম্বর

বেকুটিয়া সেতু
কচা নদীর ওপর বেকুটিয়া সেতু। ছবি: সংগৃহীত

দীর্ঘ প্রতীক্ষার পর পিরোজপুরে কচা নদীর ওপর অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু বা বেকুটিয়া সেতু আগামী ৪ সেপ্টেম্বর যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি সেতুটি উদ্বোধন করবেন।

আজ বৃহস্পতিবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের যুগ্ম-সচিব সুলতানা ইয়াসমিন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সেতু নির্মাণ প্রকল্পটি বাস্তবায়ন করেছে সংস্থা সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ)।

২০১৭ সালের অক্টোবরে কচা নদীর উপর এ সেতুর নির্মাণ প্রকল্প হাতে নেয় সওজ। এর প্রকল্প ব্যয় ৮৯৪ কোটি টাকা। এর মধ্যে চীন ৬৫৪ কোটি টাকা অনুদান দিয়েছে।  

২০১৮ সালের জুলাইয়ে সেতুটির নির্মাণকাজ শুরু হয়। ৪৯৫ মিটার ভায়াডাক্টসহ ১ হাজার ৪৯৩ মিটার এ সেতুর পুরো কাঠামো গত বছরের ডিসেম্বরে দৃশ্যমান হয়।

সেতুটি বরিশাল শহরের সঙ্গে পিরোজপুরের সরাসরি সংযোগ স্থাপন করবে এবং এর মাধ্যমে বরিশালের সঙ্গে খুলনার যোগাযোগ সহজ হবে।

বর্তমানে নদীটি পার হতে ফেরি ব্যবহার করতে হচ্ছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এ সেতু চালু হলে মংলা বন্দর ও নির্মাণাধীন পায়রা বন্দরের মধ্যে সংযোগ স্থাপন হবে এবং খুলনাসহ দেশের পশ্চিমাঞ্চলের জেলাগুলোর সঙ্গে কুয়াকাটার যোগাযোগ সহজ হবে।

এদিকে নড়াইলের কালনা সেতু এবং নারায়ণগঞ্জের তৃতীয় শীতলক্ষ্যা সেতুর নির্মাণকাজ শেষদিকে থাকলেও এ দুটি সেতু উদ্বোধনের তারিখ এখনো ঠিক হয়নি।

Comments

The Daily Star  | English

Jucsu election: JCD VP Hafizur released after short detention

Here are the real-time updates on Jahangirnagar University Central Students' Union (Jucsu) and hall unions polls.

1h ago