সাবিনা ও তার মাকে সাতক্ষীরা জেলা প্রশাসনের সংবর্ধনা

সাতক্ষীরা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সাবিনা ও তার মা। ছবি: সংগৃহীত

সাফজয়ী নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন ও তার মা মমতাজ বেগমকে সাতক্ষীরা জেলা প্রশাসনের পক্ষ থেকে আড়ম্বরপূর্ণ সংবর্ধনা দেওয়া হয়েছে।

আজ শনিবার দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই সংবর্ধনার আয়োজন করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে সাবিনাকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ১ লাখ টাকা পুরস্কার দেওয়া হয়। এর পাশাপাশি সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদও তাকে ১ লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দেন।

নারী সাফ চ্যাম্পিয়নশিপে দলের হয়ে শিরোপা জয়ের পাশাপাশি সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতা সাবিনা অনুষ্ঠানে তাকে সহযোগিতার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি তার কোচ আকবর আলীকে স্মরণ করে বলেন, 'তিনিই (আকবর আলী) আমাকে ঘর থেকে বের করে খেলার মাঠে নিয়ে গেছেন। মেয়েদের ফুটবল  অনুশীলনের সময় তাকে নানা প্রতিবন্ধতার সন্মুখীন হতে হয়েছে।'

সাবিনা আরও বলেন, 'যেদিন থেকে জাতীয় দলে খেলছি সেদিন থেকেই সাফজয়ী হওয়ার প্রবল আকাঙ্ক্ষা ছিল। আমার প্রত্যাশা পূরণ হয়েছে। আমি সবার কাছে দোয়া চাই। যেন দেশকে আরও সম্মানিত করতে পারি।'

মেয়েদের জন্য খেলার পরিবেশ আগের চেয়ে অনেকটা উন্নত হয়েছে মন্তব্য করে সাবিনা বলেন, 'ধনী ঘরের মেয়েরা ফুটবল খেলায় আসছে না। যারা আসছে সবাই নিম্নবিত্ত পরিবারের সন্তান। তাদের আর্থিক স্বচ্ছলতা নেই কারও। মেয়েদের জন্য জেলায় জেলায় আলাদা মাঠ দরকার। তাহলে বাবা-মায়েরা তাদের সন্তানদের নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগবেন না। মেয়েরাও স্বচ্ছন্দ বোধ করবে।'

এ সময় সাতক্ষীরাতেও নারীদের ফুটবলের জন্য আলাদা মাঠ বরাদ্দের দাবি জানান সাবিনা। বলেন, 'খেলাধুলার জন্য অনুশীলন ও প্রশিক্ষণের বিকল্প নেই। নারীদের জন্য ফুটবল অ্যাকাডেমিও তৈরি করতে হবে।'

সংবর্ধনা অনুষ্ঠানে সাবিনার গর্বিত মা মমতাজ বেগম বলেন, 'সাবিনা এখন শুধু আমার মেয়ে নয়, সাতক্ষীরার মেয়ে, বাংলাদেশের মেয়ে। আমি সাতক্ষীরাসহ দেশবাসীর কাছে দোয়া চাই- সাবিনা যেন বাংলাদেশের জন্য আরও সম্মান বয়ে আনতে পারে।'

সাতক্ষীরার জেলা প্রশাসক হুমায়ূন কবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ।

আরও বক্তব্য দেন সাতক্ষীরা ক্রীড়া সংস্থার সহসভাপতি আশরাফুজ্জামান, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক খন্দকার আরিফ হাসান, ফিফা রেফারি তৈয়ব হাসান বাবু, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য তাজুল ইসলাম, কোচ আকবর আলীর স্ত্রী রেহেনা পারভিন ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফারহা দীবা।

প্রধান অতিথি মীর মোস্তাক আহমেদ বলেন, 'সাতক্ষীরার মানুষ সাবিনার জন্য গর্বিত। সাতক্ষীরাবাসী সাবিনা ও তার পরিবারের পাশে আছে, থাকবে।

সাতক্ষীরার জেলা প্রশাসক হুমায়ূন কবির সাবিনার বাড়িতে যাওয়ার সড়কটি সংস্কার করতে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। তিনি বলেন, 'ইতোমধ্যে সাতক্ষীরায় ৩০ একর জমির উপর ক্রীড়া কমপ্লেক্স নির্মাণের অনুমোদন পাওয়া গেছে। অ্যাকাডেমি করার উদ্যোগ নিয়ে কাজ চলছে।'

Comments

The Daily Star  | English
charges against Sheikh Hasina at ICT

ICT case against Hasina: Verdict date could be set tomorrow

State-appointed defence counsel for the absconding accused concluded arguments today

1h ago