প্রতিবন্ধী ক্রিকেটারদের কলকাতা জয়ের প্রত্যয়

লালমনিরহাটের শেখ কামাল স্টেডিয়ামে অনুশীলনরত প্রতিবন্ধী ক্রিকেটাররা। ছবি: স্টার

শারীরিক অক্ষমতা তাদের দমিয়ে রাখতে পারেনি। মনের অদম্য শক্তিতে তারা জয় করেছেন সব সীমাবদ্ধতা। এবার সেই জয়ের অনুপ্রেরণায় তারা নিজেদের তৈরি করছেন কলকাতায় অনুষ্ঠেয় শারীরিক প্রতিবন্ধী ক্রিকেটারদের একটি টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য।

আগামী ২৭, ২৮ ও ২৯ নভেম্বর ভারতের কলকাতায় এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। আয়োজক কর্তৃপক্ষ এতে অংশ নেওয়ায় জন্য বাংলাদেশকেও আমন্ত্রণ জানিয়েছে । 

ওই টুর্নামেন্টে অংশ নিতে খেলোয়াড় বাছাইয়ের অংশ হিসেবে গত শুক্র ও শনিবার সারাদেশের ১৬টি জেলা থেকে ৪৪ জন শারিরীক প্রতিবন্ধী ক্রিকেটার সমবেত হয়েছিলেন লালমনিরহাটের শেখ কামাল স্টেডিয়ামে। সেখানে ২ দিন ধরে চলে তাদের ক্রিকেট অনুশীলন ক্যাম্প। 

এই অনুশীলনে অংশ নেওয়া ক্রিকেটাররা বলছেন, তাদের সংগ্রামমুখর জীবনে আরেকটি বিজয়ের স্বপ্ন দেখছেন তারা। এ জন্য সবাই নিজেদের নিংড়ে দিতেও তৈরি। 

এমন একজন ক্রিকেটার শিহাব হোসেন। একটি হাত অচল তার। ২০১৫ সাল থেকে ক্রিকেট চর্চা করে আসা শিহাব জানান, শুরুতে নানা জটিলতার মুখোমুখি হলেও তিনি তাতে না দমে স্থানীয় বিভিন্ন টুর্নামেন্টে অংশ নিতে থাকেন। আস্তে আস্তে সবকিছু সহজ হয়ে ওঠে। 

শিহাব বলেন, 'আমরা আসলে সমাজ ও রাষ্ট্রের বোঝা হয়ে থাকতে চাইনা। আমরা সংগ্রাম করে টিকে থাকতে চাই। আমরাও বিজয়ের স্বপ্ন দেখি।'

আরেক প্রতিবন্ধী ক্রিকেটার রহিত (১৯) ইসলামের একটি পা কাজ করে না। গত ৪ বছর ধরে তিনি ক্রিকেট খেলছেন। রোহিত বলেন, 'প্রথমদিকে স্বাভাবিক খেলোয়াড়রা আমাকে দেখে হাসতেন। তেমন কোন সহযোগিতা করতেন না। এখন বিষয়টা অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে। এর ধারাবাহিকতায় সবার সহযোগিতা নিয়ে আমরা নিজেদের তৈরি করছি।'

এই দলের ক্যাপ্টেন মাহবুবার রহমানের (২৭) কণ্ঠেও ঝরল জয়ের আশাবাদ। একটি হাত হারানো এই দলনায়ক বলেন, 'আমাদের টিমের সব খেলোয়াড়ই মোটামুটি দক্ষ। কিন্তু যেহেতু আমরা আন্তর্জাতিক পর্যায়ে খেলতে যাচ্ছি, সেহেতু নিজেদের আরও ভালো করে শানিয়ে নিতে চাই। কারণ আমরা জয়ের স্বপ্ন দেখি।'

এই খেলোয়াড়দের নিয়ে দলের কোচ তৌফিকুল আলম তমালের পর্যবেক্ষণ হলো, 'প্রতিবন্ধী ক্রিকেটারদের মেধা স্বাভাবিক খেলোয়াড়দের চেয়ে কম নয়। একসঙ্গে অনুশীলনের সুযোগ তাদের আত্মবিশ্বাসকে আরও বাড়িয়ে দিয়েছে, যা তাদের ভারতে অনুষ্ঠেয় টুর্নামেন্টে সফল হওয়ার রসদ যোগাবে।'

টুর্নামেন্টে অংশ নিতে এই ক্রিকেটারদের অনুশীলনসহ সার্বিক দেখভালের দায়িত্ব পালন করছে লালমনিরহাটের ইউনাইটেড গোল্ডেন সিটিজেন ফাউন্ডেশন নামের একটি বেসরকারি সংগঠন। সংগঠনের সাধারণ সম্পাদক মুহিন রায় জানান, দেশের বিভিন্ন জেলা থেকে এতজন খেলোয়াড়কে একত্রিত করতে যথেষ্ট বেগ পেতে হয়েছে তাদের। 

দ্য ডেইলি স্টারকে মুহিন বলেন, 'আমরা ক্যাম্পে অংশ নেওয়া সব ক্রিকেটারদের দক্ষতা বাড়ানোর চেষ্টা করছি। এজন্য যে ধরনের সুযোগ-সুবিধা তাদের দেওয়া প্রয়োজন, সেগুলো মেটানোর চেষ্টা করছি আমরা।'

ফাউন্ডেশনের সভাপতি ও লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন বলেন, 'ক্যাম্পে অংশ নেওয়া ৪৪ ক্রিকেটারের মধ্য থেকে চূড়ান্ত দল বাছাই করা হবে। তাদের সব খরচ ফাউন্ডেশনই বহন করবে।'

স্বপনের ভাষ্য, এসব শারীরিক প্রতিবন্ধী ক্রিকেটারদের সম্পদে পরিণত করার জন্য তাদের এই উদ্যোগ।

 

Comments

The Daily Star  | English

One killed as bearing pad of metro rail falls at Farmgate, train operations halted

As a safety measure, metro rail services remain suspended from 12:30pm, Dhaka Mass Transit Company Limited official says

33m ago