১০ দিন পর বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

বাংলাবান্ধা স্থলবন্দর। ফাইল ছবি: সংগৃহীত

দুর্গাপূজা ও ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে টানা ১০দিন বন্ধ থাকার পর আজ সোমবার থেকে পঞ্চগড়ের চতুর্দেশীয় (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান) স্থলবন্দর বাংলাবান্ধা দিয়ে ফের আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হয়েছে।

বাংলাবান্ধা স্থলবন্দর লিমিটেডের ইনচার্জ আবুল কালাম আজাদ দ্য ডেইলি স্টারকে মুঠোফোনে এই তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ১০ দিন বন্ধ থাকার পর আজ সকাল ১১টা থেকে এই স্থলবন্দর দিয়ে মোট ১৫৯ ট্রাক বিভিন্ন পণ্য ভারত ও ভুটান থেকে বাংলাদেশে আমদানি এবং ৮০ ট্রাক পণ্য বাংলাদেশ থেকে রপ্তানি করা হয়েছে।
   
এ ছাড়া সন্ধ্যা ৬টা পর্যন্ত ভারত থেকে ১২৩ জন যাত্রী বাংলাদেশে এসেছে এবং ২৯ জন যাত্রী ভারতে গেছেন। 

আমদানি করা পণ্যের মধ্যে রয়েছে ভুটান থেকে আনা ১৫০ ট্রাক পাথর এবং ভারত থেকে আনা ৮ ট্রাক গমের ভূষি ও ১ ট্রাক পেঁয়াজ।    

অন্যদিকে, বাংলাদেশ থেকে রপ্তানি হয়েছে ৩১ ট্রাক গার্মেন্টস ঝুট, ১৬ ট্রাক সয়াবিন মিল, ১২ ট্রাক কাঁচ, ১ ট্রাক গার্মেন্টস পোশাক, ১১ ট্রাক পাট, ২ ট্রাক আলু, ১ ট্রাক ডেনিম ফেব্রিক্স, ৩ ট্রাক লাগেজ ব্যাগ, ১ ট্রাক চকো বার এবং ২ ট্রাক জ্যাম।    

তিনি জানান, এসব ধর্মীয় উৎসব উদযাপন উপলক্ষে বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের মধ্যে আমদানি-রপ্তানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্ট ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ আলোচনা সাপেক্ষে এই ১০ দিন স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন।    

তবে এই সময় বাংলাবান্ধা স্থলবন্দরের সরকারি কার্যক্রম ও বৈধ ভিসা সংবলিত পাসপোর্টধারী যাত্রীরা স্বাভাবিক নিয়মে পারাপার করছেন বলে জানিয়েছে স্থলবন্দর কর্তৃপক্ষ।

 

 

Comments

The Daily Star  | English

India beat South Africa to win first Women's World Cup title

Shafali Verma and Deepti Sharma starred with both bat and ball to propel India to their first Women's World Cup title with a 52-run win over South Africa on Sunday.

2h ago