১৭-১৯ নভেম্বর আন্তর্জাতিক হজ ও ওমরাহ মেলা

হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আগামী ১৭ থেকে ১৯ নভেম্বর আন্তর্জাতিক হজ ও ওমরাহ মেলা অনুষ্ঠিত হবে। 

হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এ মেলার আয়োজন করবে। 

আজ রোববার রাজধানীর পল্টনে রিলিজিয়াস রিপোর্টার্স ফোরামের (আরআরএফ) নতুন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সঙ্গে সাক্ষাৎকালে সংগঠনটির সভাপতি শাহাদাত হোসাইন এ তথ্য জানান।

আগামী মৌসুমের হজ প্রসঙ্গে হাব সভাপতি বলেন, 'নভেম্বর মাসে আগামী হজ মৌসুমের জন্য সৌদি আরবের সঙ্গে চুক্তি হবে। চুক্তির ওপর নির্ভর করছে আগামী বছর বাংলাদেশ থেকে কত জন হজে যেতে পারবেন, বয়সসীমা কত হবে, খরচ কত হবে। হজ চুক্তির আগে নিশ্চিতভাবে কোনো কিছু চূড়ান্ত বলা সম্ভব নয়।'

মেলার আয়োজন প্রসঙ্গে শাহাদাত হোসাইন বলেন, 'বাংলাদেশ বিশ্বের চতুর্থ সর্বোচ্চ হজযাত্রী প্রেরণকারী দেশ। হজ অনুষ্ঠানের অধিকাংশ বিষয়ে আইটি-নির্ভরতা এবং হজ অনুষ্ঠানের মৌলিক বৈশিষ্ট্য অনেকাংশে পরিবর্তন হওয়ায় হজের সামগ্রিক ব্যবস্থাপনা সম্পর্কে হজযাত্রীসহ বিভিন্ন এজেন্সিকে জানানো প্রয়োজন। এ কারণে হজ ও ওমরাহ ব্যবস্থাপনা সংক্রান্ত সেমিনার থাকবে মেলায়।'

হাব সভাপতি আরও বলেন, 'মেলায় হজ ও ওমরাহ এজেন্সিগুলোর সঙ্গে হজ ও ওমরাহযাত্রীদের সরাসরি যোগাযোগ স্থাপন হবে। এর ফলে মধ্যস্বত্বভোগী ও দালালদের দৌরাত্ম্য কমবে। হজযাত্রীদের ভোগান্তি কমবে। হজ ও ওমরাহ ব্যবস্থাপনায় আইসিটি-নির্ভরতা আগের চেয়ে ব্যাপক বেড়েছে। হজ এজেন্সিগুলোকে বাংলাদেশ ও সৌদি পর্বের আইটি ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা ও হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হবে।'

এ সময় হাব মহাসচিব ফারুক আহমেদ সরদার, আরআরএফ সভাপতি উবায়দুল্লাহ বাদল ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবলু এবং সংগঠনের কার্যনির্বাহী কমিটি ও সদস্যরা উপস্থিত ছিলেন।

Comments

The Daily Star  | English

Bangladesh Bank plans mergers of troubled banks, NBFIs

Six Islamic banks are likely to be merged initially, said central bank officials.

11h ago