অন্য কোথাও খাদ্য সংকট হলেও বাংলাদেশে হবে না: কৃষিমন্ত্রী

টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে সদর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে কৃষিমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক। ছবি: সংগৃহীত

কৃষিমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক বলেছেন, বিশ্বের অন্য কোথাও খাদ্য সংকট হলেও বাংলাদেশে কোনো খাদ্য সংকট হবে না। দেশে যথেষ্ট খাদ্য মজুদ আছে।

আজ সোমবার টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে সদর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

খাদ্য সংকট নিয়ে প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী আরও বলেন, 'আল্লাহর রহমতে আজকের যে বৃষ্টি তা কল্যাণের বৃষ্টি, মঙ্গলের বৃষ্টি। সোনালী ধানে দেশ ভরে যাবে। আল্লাহ যদি বড় ধরনের কোনো দুর্যোগ না দেন, তাহলে ইনশাল্লাহ বাংলাদেশে দুর্ভিক্ষ হবে না।'

তিনি বলেন, 'একটি ন্যায়সঙ্গত সরকার, গণতান্ত্রিক সরকার মেয়াদের শেষ দিন পর্যন্ত ক্ষমতায় থাকবে, নির্বাচনের আয়োজন করবে। সেই নির্বাচনে জনগণ নির্ধারণ করবে আগামীতে কে প্রধানমন্ত্রী হবে। আমাদের শেকড় অনেক গভীরে। ইনশাল্লাহ আমরা এ দেশে টিকে থাকব। বর্তমানে আমাদের দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনী অনেক সুশৃঙ্খল। তারাও জনগণের পাশে থাকবে।'

কৃষিমন্ত্রী আরও বলেন, 'রাষ্ট্রক্ষমতায় থাকাকালে সব ক্ষেত্রে ব্যর্থ বিএনপি এখন স্বাধীনতাবিরোধীদের নিয়ে আন্দোলন করার চেষ্টা করছে। ২০১৫ সালে তারা ৯০ দিন হরতাল দিয়েছিল।'

'রাজপথ আওয়ামী লীগের নিয়ন্ত্রণে ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে', যোগ করেন তিনি।

Comments

The Daily Star  | English

UN urges probe after protesters killed in Nepal

The United Nations on Monday demanded a swift and transparent investigation after Nepal police were accused of opening fire on protesters

34m ago