গাবতলীতে চলন্ত বাস থেকে পড়ে পরিবহন শ্রমিকের মৃত্যু, আটক ৩

গাবতলী বাস টার্মিনাল। ছবি: স্টার ফাইল ফটো

রাজধানীর গাবতলীতে চলন্ত বাস থেকে পড়ে এক পরিবহন শ্রমিকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ।

নিহত এখলাছ (৪৫) ঢাকা থেকে পাবনাগামী মতিন পরিবহনের ম্যানেজার হিসেবে কাজ করতেন।

পরিবারের অভিযোগ, ২ বাসের স্টাফদের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে তাকে বাস থেকে ফেলে দেওয়া হয়।

আজ বুধবার বেলা ১২টার দিকে গাবতলী টার্মিনাল সংলগ্ন প্রধান সড়কে এ ঘটনা ঘটে।

আহত অবস্থায় এখলাছকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সোয়া ৫টার দিকে তার মৃত্যু হয়।

দারুসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল বাশার দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা জেনেছি দুই বাসের স্টাফদের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে চলন্ত বাস থেকে তাকে ফেলে দেওয়া হয়। এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে ও বাস ২টি জব্দ করা হয়েছে।'

নিহত এখলাছ গাবতলী বাগবাড়ি চারআনি এলাকার বাসিন্দা। স্ত্রী পারভিন ও দুই সন্তানকে নিয়ে থাকতেন। 

তার স্ত্রী পারভিন বলেন, 'গাবতলী টার্মিনালের সামনে পাবনাগামী অন্য একটি কোম্পানির বাসের স্টাফদের সঙ্গে তার ঝগড়া হয়। পরে তারা আমার স্বামীকে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে বলে আমরা জানতে পেরেছি। এতে তিনি মাথায় আঘাত পান। প্রথমে তাকে নিউরোসায়েন্স হাসপাতালে নেওয়া হয়। তারপর ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।'

Comments

The Daily Star  | English

Jamaat nominates Krishna Nandi for Khulna-1

Jamaat ameer announced the nomination on December 1, formal announcement made Wednesday

4h ago