ভূঙাপুরে গরুতে ফসল খাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৮

টাঙ্গাইল
স্টার অনলাইন গ্রাফিক্স

গরু খেতের ফসল খেয়ে নিয়েছে। এ নিয়ে টাঙ্গাইলের ভূঞাপুরে ২ পক্ষের সংঘর্ষে ৮ জন আহত হয়েছেন।

আজ শনিবার সকালে উপজেলার নিকরাইল ইউনিয়নের কোনাবাড়ি চর এলাকায় এই ঘটনা ঘটে।

এলাকার বাসিন্দারা জানান, স্থানীয় শাহ আলম প্রামানিকের জমিতে তার প্রতিপক্ষ হিসেবে পরিচিত মিয়া বাড়ির জোহারের নামের এক ব্যক্তি গরু দিয়ে খেতের ফসল খাওয়াচ্ছিলেন। এতে শাহ আলম বাধা দিলে তার ওপর হামলা হয়। এ অবস্থায় শাহ আলমকে উদ্ধার করতে আসলে মিয়া বাড়ির জোয়াহেরসহ অন্য লোকজন শাহ আলমের স্বজন বেলাল, রাজ্জাক, হায়দার প্রামানিক, আনোয়ার সরকার, শাহদত, রায়হান ও জিয়ার ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। পরে আহত অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. জুলফিকার জানান, শারিরীক অবস্থার অবনতি হওয়ায় আহত শাহ আলম, বেলাল, রাজ্জাক, হায়দার প্রামানিক, আনোয়ার সরকার ও শাহদতকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, 'সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।'

Comments

The Daily Star  | English

Brazil approves world's first single-dose dengue vaccine

Brazil's health regulatory agency authorises the use of Butantan-DV for people aged 12 to 59

1h ago