প্রখ্যাত শিশুসাহিত্যিক আলী ইমাম আর নেই

শিশুসাহিত্যিক আলী ইমাম। ছবি: সংগৃহীত

প্রখ্যাত শিশুসাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলী ইমাম মারা গেছেন। 

আজ সোমবার সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে রাজধানীর ধানমন্ডির বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।

আলী ইমামের ছেলে ডা. তানভীর ইমাম বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'মৃদু স্ট্রোক, শরীরের নানা জটিলতা ও শ্বাসযন্ত্রে সমস্যার সঙ্গে নিউমোনিয়া এবং নিম্ন-রক্তচাপ ছিল বাবার। ১০ দিন আগে তাকে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই আজ সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন।'

প্রায় ৬ শতাধিক বইয়ের লেখক আলী ইমাম ১৯৫০ সালে ৩১ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ায় জন্মগ্রহণ করেন। কর্মজীবনের শেষ প্রান্তে একাধিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালনের আগে তিনি বাংলাদেশ টেলিভিশন (২০০৪-২০০৬) ও অধুনালুপ্ত চ্যানেল ওয়ানের (২০০৭-২০০৮) মহাব্যবস্থাপক ছিলেন।

বাংলাদেশের শিশুসাহিত্যে সামগ্রিক অবদানের জন্য আলী ইমাম বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (২০০১) এবং শিশু একাডেমি শিশুসাহিত্য পুরস্কার (২০১২) ছাড়াও অনেক পুরস্কার লাভ করেছেন। শিশুসাহিত্যিক হিসেবে জাপান ফাউন্ডেশনের আমন্ত্রণে ২০০৪ সালে তিনি সমগ্র জাপান পরিভ্রমণ করেন।

Comments

The Daily Star  | English

Rice output fell in FY25 despite historic high Boro harvest

Bangladesh’s total rice production fell slightly in the last fiscal year (FY) 2024-25, even as farmers harvested a record Boro crop supported by favourable weather and expanded cultivation.

6h ago