পুলিশের ধাওয়ায় মেঘনায় ঝাঁপ দেওয়া যুবকের মরদেহ উদ্ধার

মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

ভোলার দৌলতখান উপজেলায় পুলিশের ধাওয়া খেয়ে মেঘনা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মৃত নোমান (২৭ দৌলতখান মাছঘাটে চাকরি করতেন বলে জানা গেছে।

রোববার  দুপুরে উপজেলার  মেঘনা নদী সংলগ্ন স্লুইস গেট থেকে পুলিশ নোমানের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় ২ পুলিশ সদস্যকে  সাময়িক বরখাস্ত করা হয়েছে।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত বৃহস্পতিবার জুয়া খেলার খবর পেয়ে পাতার খাল মাছ ঘাট সংলগ্ন মেঘনা নদীর তীরবর্তী এলাকায় পুলিশ গেলে, সেখানে উপস্থিত যুবকরা পালানোর চেষ্টা করে। তাদের মধ্যে ৪ জন মেঘনা নদীতে ঝাঁপ দিয়ে আত্মরক্ষার চেষ্টা করেন।

পরে ৩ জনের সন্ধান মিললেও নোমান নিখোঁজ ছিলেন।

নোমানের স্ত্রী নাসরিন আক্তার পরে দৌলতখান থানায় একটি অপমৃত্যুর মামলা করেন।

ওসি জাকির হোসেন বলেন, 'সেখানে ৭-৮ জন জুয়া খেলছিলেন। পুলিশ দেখে ৪ জন নদীতে ঝাঁপ দেন। ৩ জন পরে উঠতে পারলেও, একজন ফিরে আসেননি। পরে মেঘনায় তার মরদেহ ভেসে ওঠে।'

এ ঘটনায় দৌলতখান থানার কনস্টেবল রাসেল ও সজীবকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানান তিনি।

Comments

The Daily Star  | English

Fire at building in Mirpur’s Kalshi under control

Seven fire engines brought the fire under control at 12:05am today

2h ago