মেঘনায় জাহাজডুবি: ৭২ ঘণ্টা পর উদ্ধার কাজ শুরু

মেঘনায় জাহাজডুবি: ৭২ ঘণ্টা পর উদ্ধার কাজ শুরু
রোববার ভোররাত ৪টার দিকে ভোলা সদর উপজেলার তুলাতুলি সংলগ্ন মেঘনা নদীতে ডুবে যায় জাহাজটি। ছবি: ভিডিও থেকে নেওয়া।

ভোলার মেঘনা নদীতে ১১ লাখ লিটার জ্বালানি তেলসহ ডুবে যাওয়া সাগর নন্দিনী-২ জাহাজটির উদ্ধার কাজ শুরু হয়েছে।

বিআইডব্লিউটিএ যুগ্ম পরিচালক আবদুস সালাম এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আজ বুধবার দ্য ডেইলি স্টারকে বলেন, প্রথমে জাহাজ থেকে তেল উত্তোলন ও বালু সরানো হবে। সকাল থেকে ২ জন ডুবুরি উদ্ধার কাজ শুরু করেছে। এটি শেষ হলে ২টি আলাদা জাহাজ দিয়ে দেশীয় পদ্ধতিতে বাকি কাজ করা হবে।

এদিকে স্থানীয় জেলেরা জানিয়েছে, গত ২ দিন নদীতে তেল ভাসতে দেখা গেলেও আজকে নতুন করে আর তেল ভাসতে দেখা যায়নি।

গত রোববার ভোর ৪টার দিকে সাগর নন্দিনী-২ জাহাজটি ভোলা সদরের তুলাতুলি নামক স্থানে অপর একটি জাহাজের সঙ্গে ধাক্কায় ডুবে যায়। জাহাজে থাকা তেল ছড়িয়ে পড়ে নদীতে। পরে কোস্টগার্ডের প্রচেষ্টায় কিছু তেল উদ্ধার করা সম্ভব হয়।

Comments

The Daily Star  | English

Khaleda Zia to travel to London early tomorrow

Medical board has approved her departure, says Dr Zahid Hossain

4h ago