হাতির আক্রমণে মাহুতের মৃত্যু

স্টার অনলাইন গ্রাফিক্স

মৌলভীবাজারের জুড়ী উপজেলার চুঙ্গাবাড়ি এলাকায় হাতির আক্রমণে এক মাহুতের মৃত্যু হয়েছে।

রোববার সন্ধ্যায় জুড়ীর চুঙ্গাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মাহুত রাসেল মিয়া (৪০) কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের টাট্টিউলি গ্রামের মৃত শহীদ মিয়ার ছেলে।

রাসেলের সঙ্গে থাকা আরেক মাহুত চিনু মিয়া জানান, তারা জুড়ীর চুঙ্গাবাড়ি এলাকায় রোববার সন্ধ্যার দিকে হাতি দিয়ে বাঁশমহালের কাজ করছিলেন। এসময় কুলাউড়া থেকে হাতি নিতে আসা রাসেল হাতির সামনে গেলে হাতিটি তাকে আক্রমণ করে। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. জাকির হোসেন বলেন, 'গতকাল রাত ২টায় মরদেহ জুড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।'

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, 'আজ ময়নাতদন্তের জন্য মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় আমরা একটি ইউডি মামলা নিয়েছি।'

Comments

The Daily Star  | English

Case filed against 350-400 over coordinated attack at The Daily Star office

Charges include inciting riot, looting, vandalism, and arson with intent to kill

3h ago