মার্কিন পররাষ্ট্র দপ্তরের আন্ডার সেক্রেটারি উজরা জেয়া ঢাকায়

মার্কিন পররাষ্ট্র দপ্তরের আন্ডার সেক্রেটারি উজরা জেয়া শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মাসুদ বিন মোমেন। ছবি: সংগৃহীত

মার্কিন পররাষ্ট্র দপ্তরের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া ঢাকায় এসেছেন।

চার দিনের সফরে আজ মঙ্গলবার সন্ধ্যায় ঢাকায় পৌঁছান উজরা জেয়া। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মাসুদ বিন মোমেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান। উজরা জেয়ার সঙ্গে আরও এসেছেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এবং ইউএসএআইডির এশিয়া ব্যুরোর উপ সরকারী অ্যাডমিনিস্ট্রেটর অঞ্জলি কর।

আগামীকাল তারা কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করতে যাবেন। কক্সবাজার থেকে ফিরে উজরা জেয়া বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন। সেই সঙ্গে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, আইনমন্ত্রী আনিসুল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গেও বৈঠক করবেন তিনি।

সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে বৈঠকের পাশাপাশি উজরা জেয়া বাংলাদেশের সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করবেন।

 

Comments

The Daily Star  | English

National consensus commission: Breakthrough on core reforms

Prof Ali Riaz optimistic despite gaps on some key issues, hopes ‘National Charter’ by July

11h ago