নিজেদের বেঞ্চে ‘মাই লর্ড’ ব্যবহার নিষিদ্ধ করলেন ২ বিচারপতি

দেশটাকে তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন
স্টার ফাইল ফটো

হাইকোর্টের এক বেঞ্চের দুই বিচারক তাদের বেঞ্চে 'মাই লর্ড' সম্বোধন নিষিদ্ধ করেছেন।

বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি এ কে এম জহিরুল হক তাদের বেঞ্চে আইনজীবীদের 'মাই লর্ড' ব্যবহার করতে নিষেধ করেছেন।

এর পরিবর্তে 'ইওর অনার' বা 'স্যার' বলে সম্বোধন করতে অনুরোধ করেছেন দুই বিচারক।

বেঞ্চের কর্মকর্তা এ সংক্রান্ত নোটিশও জারি করেছেন ইতোমধ্যে, যা আজ মঙ্গলবার থেকে কার্যকর হচ্ছে।

যোগাযোগ করা হলে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান ডেইলি স্টারকে জানান, এ নির্দেশনার কথা জেনেছেন।

সুপ্রিম কোর্টের বিচারকদের সম্বোধনের কোনো নিয়ম আছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বলতে পারেননি তিনি।

হাইকোর্টের একটি সূত্র জানিয়েছেন, ব্রিটিশ শাসনামল থেকে আইনজীবীরা সুপ্রিম কোর্টের বিচারকদের সম্বোধন করতে 'মাই লর্ড' ব্যবহার করে আসছেন। কমনওয়েলথভুক্ত দেশগুলোতে এমনই হয়ে থাকে।

আপিল বিভাগ বা হাইকোর্ট বিভাগের বিধিমালায় বিচারকদের 'মাই লর্ড' সম্বোধনের কোনো বিধান নেই বলে সূত্র জানায়।

জানা যায়, ১৯৮২ সালে তৎকালীন প্রধান বিচারপতি ফজলে কাদেরী মোহাম্মদ আবদুল মুনিম ৪ অক্টোবর একটি নোটিশ জারি করে 'মাই লর্ড শব্দ ব্যবহার নিষিদ্ধ করেছিলেন। কিন্তু সেই বিজ্ঞপ্তি এখন মানা হয় না।

হাইকোর্টের জন্য মোট ৫৩টি বেঞ্চ আছে। বেশিরভাগ ডিভিশন (দুই বিচারক) বেঞ্চ এবং আপিল বিভাগের ৩টি বেঞ্চে আদালতের কার্যক্রম চলাকালে বিচারকদের 'মাই লর্ড' বলে সম্বোধন করা হয়।

Comments

The Daily Star  | English

EC likely to announce election date by first week of Dec: Press secretary

Chief adviser instructed authorities to finish some primary tasks by Nov 15, he says

1h ago