কোনো পক্ষ নিতে নয়, অবাধ-সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে ভিসানীতি: মার্কিন পররাষ্ট্র দপ্তর

কোনো পক্ষ নিতে নয়, বরং বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত ও সমর্থন করতেই যুক্তরাষ্ট্র ভিসানীতি ঘোষণা করেছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

স্থানীয় সময় সোমবার ওয়াশিংটনে করা সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার এ কথা জানান।

তিনি বলেন, 'শুক্রবার যখন ভিসানীতি কার্যকরের ঘোষণা দিয়েছি, তখনই বলেছি যে এর মধ্যে আইন প্রয়োগকারী সংস্থা, ক্ষমতাসীন দল ও বিরোধী রাজনৈতিক দল—সবাই অন্তর্ভুক্ত রয়েছে।'

মার্কিন ভিসানীতি কার্যকর করার ঘোষণা দেওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 'যদি দেশের বাইরে থেকে নির্বাচন বানচাল করা হয়, তাহলে বাংলাদেশের জনগণও নিষেধাজ্ঞা আরোপ করবে।' তার এই মন্তব্য বিষয়ে জানতে চাইলে তা নিয়ে কোনো কথা বলেননি ম্যাথু মিলার।

তবে, মার্কিন ভিসানীতি কার্যকরের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, নির্বাচনের আগে কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হবে না বলে যুক্তরাষ্ট্র আশ্বাস দিয়েছে।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাকে মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দিতে সরকারের প্রতি বিএনপির ৪৮ ঘণ্টার আল্টিমেটামের বিষয়ে মিলারের মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, 'এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই।'

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস গত ২৪ সেপ্টেম্বর একটি বেসরকারি টিভি চ্যানেল পরিদর্শনে গিয়ে বলেছিলেন, গণমাধ্যমকর্মীরাও যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞার আওতায় আসতে পারেন।

বিষয়টি নিয়ে জানতে চাইলে মিলার বলেন, 'আমরা কী বলেছিলাম, তা মনে করে দেখুন। ভিসা সংক্রান্ত তথ্য মার্কিন গোপন নথি হওয়ায় তা আমরা প্রকাশ করিনি। আমরা নির্দিষ্ট কারো নামও ঘোষণা করিনি যার ওপর এটা প্রযোজ্য হবে। তবে এটি স্পষ্ট করে দিয়েছি যে, আইন প্রয়োগকারী সংস্থা, ক্ষমতাসীন দল ও বিরোধী রাজনৈতিক দলের সদস্যদের ক্ষেত্রে তা প্রযোজ্য হবে।'

Comments

The Daily Star  | English

Death toll from Uttara plane crash rises to 31: ISPR

Besides, 165 others were injured in the incident, the ISPR said in a statement issued around 2:15pm

Now