২৮ অক্টোবরের সহিংসতায় গভীর উদ্বেগ জানিয়ে ৭ দেশের বিবৃতি

২৮ অক্টোবরের সহিংসতায় গভীর উদ্বেগ জানিয়ে ৭ দেশের বিবৃতি
কাকরাইল মোড় এলাকায় শনিবার দুপুরে পুলিশ-বিএনপি সংঘর্ষ। ছবি: রাশেদ সুমন/স্টার

অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ সৃষ্টিতে সকল অংশীজনকে সংযম প্রদর্শন, সহিংসতা পরিহার এবং একযোগে কাজ করার আহ্বান জানিয়েছে বাংলাদেশে অবস্থিত অন্তত সাতটি বিদেশি মিশন।

অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, কোরিয়া, নরওয়ে, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিবৃতিটি আজ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ পোস্ট করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, গত ২৮ অক্টোবর ঢাকায় রাজনৈতিক সমাবেশের সময় সহিংসতায় তারা গভীরভাবে উদ্বিগ্ন এবং প্রাণহানি ও আহতদের প্রতি সমবেদনা জানান।

গতকাল হরতাল চলাকালে এক পুলিশ সদস্যসহ অন্তত পাঁচ জন নিহত হন।

অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার গঠনের দাবিতে গতকাল সমাবেশ ও হরতালের পর আগামী ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত তিন দিনের অবরোধ ঘোষণা করে বিরোধী দল বিএনপি

ক্ষমতাসীন আওয়ামী লীগ বলছে, সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হবে।

Comments

The Daily Star  | English

Parties agree on chief justice appointment, limiting emergency powers

Manifesto provision allows top-two judge choice; cabinet to approve emergency declaration

24m ago