বেশি দামে পেঁয়াজ বিক্রি: চট্টগ্রাম ও বরিশালে ব্যবসায়ীদের জরিমানা

স্টার ফাইল ফটো

বাড়তি দামে পেঁয়াজ বিক্রির অভিযোগে চট্টগ্রাম ও বরিশালের বাজারগুলোতে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

চট্টগ্রামের খাতুনগঞ্জ ও কর্ণফুলী কাঁচাবাজারে পাঁচটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বরিশালের পেঁয়াজ পট্টির ছয়টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে ৯৫ হাজার টাকা।

চট্টগ্রামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্লাহ সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত অভিযান পরিচালনা করে বেশি দামে পেঁয়াজ বিক্রির অভিযোগে বরকদ ভান্ডার, ফারুক স্টোর, এএইচ ট্রেডার্স, একে ট্রেডার্স ও আলিফ ট্রেডার্সকে জরিমানা করেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক রানা দেব নাথ ডেইলি স্টারকে বলেন, খাতুনগঞ্জে বেশি দামে পেঁয়াজ বিক্রি করছিলেন ব্যবসায়ীরা। ভোক্তাদের কাছ থেকে অভিযোগ পেয়ে অভিযান পরিচালনা করা হয়।

তিনি বলেন, পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত থাকবে।

ভারত থেকে পেঁয়াজ রপ্তানি বন্ধের খবরে বরিশালেও হঠাৎ করে বেড়ে গেছে পেঁয়াজের দাম। দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর পেঁয়াজ পট্টিতে অভিযানে নামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সেখানে মেসার্স একতা ট্রেডার্সকে ৩০ হাজার, মেসার্স রহমত ভান্ডারকে ১০ হাজার, জম জম বানিজ্যালয়কে ১০ হাজার, নগরীর হাটখোলা এলাকার মেসার্স নিউ আদর্শ বাণিজ্যালয়কে ২৫ হাজার, এলাহি বাণিজ্যালয়কে ১০ হাজার টাকা ও ভুইয়া আড়তকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ইন্দ্রাণী দাস দ্য ডেইলি স্টারকে জানান, পাইকারি ৯৪ টাকার পেঁয়াজ ১৪০ টাকায় বিক্রি হচ্ছিল। তারা ক্রয়ের কোনো রশিদও দেখাতে পারেনি। গতকাল পর্যন্ত ভোমরা স্থলবন্দর থেকে ব্যবসায়ীরা ৯৪ টাকা দরে পেঁয়াজ পাঠাচ্ছিলেন। কেজিপ্রতি ৪৪ টাকা দাম বাড়ানোয় অভিযান চালানো হয়।

অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বরিশাল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইন্দ্রাণী দাস।

 

Comments

The Daily Star  | English

No scope to avoid fundamental reforms: Yunus

Conveys optimism commission will be able to formulate July charter within expected timeframe

3h ago