গাজীপুরে কাজে ফিরেছেন পোশাক শ্রমিকেরা

দুপুরের পর শ্রমিকেরা কারখানায় কাজে ফিরে আসেন। ছবি: স্টার

গাজীপুরে সিটি করপোরেশনের গাড়িচাপায় শ্রমিক নিহতের ঘটনায় পোশাক কারখানা সাময়িক ছুটির পর শ্রমিকেরা কাজে ফিরেছেন।

আজ শনিবার দুপুর ২টার দিকে গাজীপুর শিল্পপুলিশ-২ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, সকালে তারগাছ এলাকায় বেশিরভাগ পোশাক কারখানা সাময়িক ছুটি দিয়েছিল। দুপুরের পর শ্রমিকেরা কাজে যোগ দিয়েছে।

রূপা নিটওয়্যারের শ্রমিক আসমা বলেন, দুপুরের পর আমাদেরকে কারখানায় আসতে বলছে। সকালে ছুটি দিয়ে দিয়েছিল

ডে ফ্যাশন লিমিটেডের নিরাপত্তা প্রহরী আবু বক্কর সিদ্দিক বলেন, 'শ্রমিকেরা কাজে ফিরেছে। সকালে কিছু সমস্যা হয়েছিল, আপাতত এখানে আন্দোলনের কোনো প্রভাব নেই।'

হামিম ফ্যাশন লিমিটেডের অপারেটর ঝুমা আক্তার বলেন, 'আমরা লাঞ্চ করে কাজে যাচ্ছি।'

নাসা গ্রুপ লিমিটেডের নিরাপত্তা প্রহরী জানান, 'সকালে আন্দোলন শুরু হওয়ার পর আমাদের কারখানাসহ আশেপাশের সব কারখানা ছুটি দিয়ে দেওয়া হয়। দুপুরের পর সবাইকে আসতে বলা হয়েছে। আমাদের গার্মেন্টসে ভাঙচুর করেছে। এছাড়া তেমন কোনো সমস্যা হয়নি।'

ঘটনাস্থলে থাকা এসআই রিয়াদ হোসেন বলেন, 'পুড়ে যাওয়া গাড়ি রেকার দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।' কোথায় নিয়ে যাচ্ছে জানতে চাইলে তিনি বলেন, সিটি করপোরেশন ডিপোতে নিয়ে যাবে।

গাজীপুর শিল্পপুলিশ-২ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, টেক্সটাইল শ্রমিক মারা যাওয়ার পর শ্রমিক ও জনতা মিলে মহাসড়ক বন্ধ করে দিয়েছিল।

সকাল ১১টা ৪৫ মিনিটের দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিক বিক্ষোভ নিয়ন্ত্রণে আনা হয়েছে। এখন যান চলাচল স্বাভাবিক আছে।

 

Comments

The Daily Star  | English

Economy to face challenges in Jul-Dec: BB

BB highlights inflation, NPLs, and tariff shocks as key concerns

2h ago