নিখোঁজের ২ দিন পর কালীগঙ্গা নদী থেকে স্কুলশিক্ষার্থীর মরদেহ উদ্ধার

রংপুরে আন্দোলনকারী এক শিক্ষার্থী নিহত
স্টার অনলাইন গ্রাফিক্স

মানিকগঞ্জে নিখোঁজের দুই দিন পর কালীগঙ্গা নদী থেকে উদ্ধার করা হয়েছে এসকে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী সামিয়া ইসলামের মরদেহ।

আজ বেলা ১১টার দিকে মানিকগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ডের কুশারচর এলাকা থেকে নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে সদর থানা পুলিশ।

সামিয়ার বাবা সাইফুল ইসলাম মানিকগঞ্জ পল্লী বিদ্যুত কার্যালয়ে কর্মরত। তাদের বাড়ি কুমিল্লায়।

জানা যায়, শনিবার সকালে প্রাইভেট পড়ার কথা বলে বাসা থেকে বের হয়ে আর না ফেরায় সদর থানায় একটি জিডি করেছিলেন সামিয়ার বাবা।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিল হোসেন বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ জানার চেষ্টা চলছে।

Comments

The Daily Star  | English

Complete reforms in 2yrs after polls

The move comes after months-long political dialogue held by the commission

1h ago