ট্রলারে গুলির ঘটনায় মিয়ানমারকে প্রতিবাদ জানাল বাংলাদেশ

টেকনাফ থেকে সেন্টমার্টিন দ্বীপে চলাচলকারী পর্যটকবাহী জাহাজ। স্টার ফাইল ছবি

টেকনাফ ও সেন্টমার্টিনের মধ্যে চলাচলকারী বাংলাদেশি ট্রলারে গুলির ঘটনায় মিয়ানমারকে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।

আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা এক প্রতিবাদলিপিতে মিয়ানমারকে জানিয়েছি যে, তাদের দিক থেকে একটি গুলিও আসা উচিত নয় যাতে বাংলাদেশের অভ্যন্তরে মানুষ আহত হয়।'

গতকাল বুধবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় মিয়ানমারকে এই প্রতিবাদলিপিটি দেয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা বলেন, 'এর আগে, মিয়ানমার থেকে বাংলাদেশে মর্টার শেল পড়ার ঘটনায়ও আমরা প্রতিবাদ জানিয়েছি। মিয়ানমারের যেকোনো সংঘাত তাদের অভ্যন্তরীণ বিষয়, তবে এটি যেন বাংলাদেশের জনসম্পদকে প্রভাবিত না করে।'

গত বৃহস্পতিবার ও শুক্রবার এই রুটে চলাচলকারী একাধিক ট্রলার লক্ষ্য করে মিয়ানমার থেকে গুলি চালানো হয়। নাফ নদীর মোহনায় এই ঘটনাগুলো ঘটে। এরপর থেকে সেন্টমার্টিনের পথে কোনো নৌযান ছেড়ে যায়নি।

সর্বশেষ মঙ্গলবার সকালে বাংলাদেশি স্পিডবোট লক্ষ্য করে মিয়ানমার থেকে গুলি চালানো হয়েছে। মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) নাকি বিদ্রোহী আরাকান আর্মি গুলি চালিয়েছে তা কেউ নিশ্চিত করতে পারেনি।

 

Comments

The Daily Star  | English

Govt amends labour law lowering trade union requirement

The development comes despite opposition from businesses, as they think allowing trade unions with such a low number of workers may affect stability

27m ago