ব্রডব্যান্ড আজ রাতে, মোবাইল ইন্টারনেট রবি-সোমবার চালু: পলক

ব্রডব্যান্ড ইন্টারনেট চালু আজ রাতে
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। স্টার ফাইল ছবি

পরীক্ষামূলকভাবে আজ বুধবার রাতে সারাদেশে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হতে পারে। তবে আপাতত চালু হচ্ছে না মোবাইল ইন্টারনেট।

ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন।

ঢাকায় বিটিআরসি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'আমরা পরিস্থিতি বিশ্লেষণ করতে টেলিকম অপারেটরদের সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে বসব। তাদের সঙ্গে বৈঠকের পর আগামী রোববার বা সোমবার মোবাইল ইন্টারনেট চালু করা হবে।'

এর আগে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি মো. এমদাদুল হক জানান, সারাদেশে প্রায় ৪০ শতাংশ ব্রডব্যান্ড সংযোগ পুনরুদ্ধার করা হয়েছে এবং আজকের মধ্যে বেশিরভাগ সংযোগ ঠিক হয়ে যাবে।

তিনি বলেন, 'আমরা সব সংযোগ ঠিক করতে অক্লান্ত পরিশ্রম করছি। আশা করি অধিকাংশ মানুষ শিগগির ইন্টারনেট পাবে।'

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার মধ্যে গত বৃহস্পতিবার রাতে সারাদেশে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হয়ে যায়। পাঁচ দিন পর গতরাতে সীমিত আকারে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ চালু হয়।

 

Comments

The Daily Star  | English

A night of stars and stories

Blender’s Choice–The Daily Star OTT & Digital Content Awards returned for its fourth edition yesterday

6h ago